প্রস্ফুটিত হয়নি কোনো চেনা অথবা অচেনা ফুল
কী করে ফুটবে ,কীভাবে গজাবে নতুন কুঁড়ি
কেউ যে বোঝেনি আমায়।
প্রস্ফুটিত হয়নি কোনো চেনা অথবা অচেনা ফুল
কী করে ফুটবে ,কীভাবে গজাবে নতুন কুঁড়ি
কেউ যে বোঝেনি আমায়।
টাকার জোরে মূর্খ নেতা
অধঃপতনের মূল
গরিব মানুষ নির্যাতনে আজ
পায় না কোনো কূল।
পোশাক কারখানার শ্রমিক
পকেটে থাকেনা বিশ টাকার অধিক,
বায়না ধরেছে অবুঝ শিশু শান্তা
পহেলা বৈশাখে চাই ইলিশ আর পান্তা,
কষ্টের জীবন যাচ্ছে তোমার,
আমার ঘরে এসে।
রোজ নিশিতে থাকো তুমি,
উল্টো দিকে বসে।
কতোটা দিন অপেক্ষার পর সময়ের অবসান ঘটবে?
কতোটা রাত কাটানোর পর নির্ঘুমতার পর্ব ঘুচবে?
রাতের নীল খাম পুরে
এক বক সাদা জোসনা রেখে দিয়েছি
তোমার জন্যে,
অবগুন্ঠন ফেলে আসতে পারো তুমি
অনিবার্য সফল সংগ্রামে।
কষ্ট যা নিজেরই থাকবে বুঝবে না তো কেউ
কষ্ট দেওয়ার মানুষ আছে, নেওয়ার নেই কেউ ।
চোখের পানি কেউ দেখে ,কেউ দেখেও দেখে না
সুখ সবাইকে দেখাতে হয় ,হৃদয়ের কষ্ট না।
মেঘের কোন কষ্ট নেই
সে বৃষ্টি হতে জানে
আকাশের গায়ে রঙধনু
হয়ে রঙ ছাড়াতে জানে।
যে আঙুলগুলো অবিন্যস্তভাবে খেলা করত
আমার চুলের ভিতরে
সেগুলো এখন মোবাইলের টাচ স্ক্রিনে
আমার ফেসবুক খুঁজে ফেরে,
দুঃখে মোদের জীবন গড়া কষ্টে মোরা চলি
সুখের লাগিয়া মোরা, সুখীদের কথা বলি।
মনের মধ্যেই সুখ আছে বুঝতে যারা পারে
তারাই প্রকৃত সুখী, কষ্ট তাদের নাইরে।
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী