কষ্ট নামক মাটি দিয়ে
সৃষ্টি আমার দেহ
অভাব নামক গন্ধে আমার
পাশে নাইতো কেহ।
কষ্ট নামক মাটি দিয়ে
সৃষ্টি আমার দেহ
অভাব নামক গন্ধে আমার
পাশে নাইতো কেহ।
পাতিহাস থেকে রাজহাস,
সবার ডানায় পচন ধরেছে।
প্রেম আজ কলেরায় মৃত।
ভ্যালেন্টাইনের লাল গোলাপ
কষ্ট তুমি কি অতল সায়র?
যে সায়রে ডুবে জলে পেট পূরলেও
তরী খুঁজে না পাওয়ার আকুলতা।
নাকি মেঘের আড়ালে ঢেকে থাকা চাঁদ?
যে চাঁদের আলো থাকা স্বত্ত্বেও
পৃথিবীকে আলোকিত করতে না পারার ব্যার্থতা।
বিচ্ছিন্ন দ্বীপের মত
শত শত ঢেউয়ের বিপরীতে লড়াই করে টিকে থাকা,
আর ক্ষয়ে যাওয়া পাথরের জন্য আর্তনাদ করার দিনগুলোর মাঝে
সোনালী সূর্যালোকের চুম্বনগুলো সুখস্মৃতি বটে।
তবে,
তা বাস্তবতা নয়।
দুঃখে মোদের জীবন গড়া কষ্টে মোরা চলি
সুখের লাগিয়া মোরা, সুখীদের কথা বলি।
মনের মধ্যেই সুখ আছে বুঝতে যারা পারে
তারাই প্রকৃত সুখী, কষ্ট তাদের নাইরে।
তোমার কাছে কষ্ট মানে কি জানিনা ,
সেকি বিলাসির ক্ষোভ নাকি দারিদ্রের কান্না?
তোমার কাছে কষ্ট হয়তো কাজল ধোয়া জল-
মলিন মুখের জলের দাগটি থাকে তোমার অগোচরে।
জন্মের পরে দাদা -দাদীর
হয়নি দেখা মুখ
তাই তো আমার হৃদয় মাঝে
জমা শত দুখ।
যে ভালোবাসায় ঠকে কেঁদে বালিশ ভিজিয়েছে,
কাঁদো কাঁদো চোখে ঘুমিয়ে পড়ে প্রতিরাতে,
চুপসে বিবর্ণমুখী হয় প্রতিক্ষণে,
আমার এমনই নিষ্প্রাণ আত্মার দরকার।
চকিতে বিদ্যুৎ চমকায়
ঘনায় আধাঁর রাত্রি ,
ঘোর দূর্যোগে চলছে পথে
নিরুদ্দেশের যাত্রী ।
ছাড়ি প্রিয়জন , বিলাস- ব্যাসন
প্রিয়ার বাহুডোর