প্রিয় সদস্য, লেখক ও পাঠকবৃন্দ,
লেখক ও পাঠক মঞ্চ গল্প-কবিতা ডট কম-এর মডারেশনে নিম্নলিখিত নীতিগুলি মেনে চলা হবে এবং ব্যবহারকারীকেও তা মানতে হবে।

১) গল্প/কবিতা লেখার মাধ্যম হবে একমাত্র বাংলা। বাংলা ব্যতিত অন্য যে কোন ভাষার লেখা গ্রহণযোগ্য নয়।
২) গল্প-কবিতা ডট কম বেশ কিছু বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, মুক্তিসংগ্রাম ও অসাম্প্রদায়িকতার মতো বিষয়গুলিকে কটাক্ষ কিংবা আক্রমণ করে লেখা যে কোন গল্প কিংবা কবিতা প্রকাশিত হবে না।

৩) লেখকেরা যদিও স্বাধীন তবুও গল্প-কবিতা ডট কম-এ নিম্নোক্ত বিষয়গুলোকে নিরুৎসাহিত করা হবে: গল্প-কবিতা কিংবা অন্যান্য আর্টিকেলে সরাসরি কিংবা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্ম / রাজনৈতিক দলের বা কোন নেতার পক্ষে প্রচার, সাম্প্রদায়িক / বর্ণবাদী / লিঙ্গবাদী / অবমাননাকর লেখা ও মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ, উস্কানিমূলক/ বিদ্বেষ/ কোন্দল বা হিংসাত্মক লেখা, বিনানুমতিতে বা বিনারেফারেন্সে কারও লেখা বা কর্ম প্রকাশ করা, অমার্জিত ভঙ্গিতে যেকোন লেখা প্রকাশ যা বক্তব্যকে হালকা করে কিংবা লেখার মান ক্ষুন্ন করে, কোন পণ্য অথবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার, যুক্তি ও রেফারেন্স ব্যতীত আলোচনা বা অভিযোগ বা সমালোচনা, ইচ্ছাকৃতভাবে ফ্লাডিং করা, অশ্লীল লেখা পোস্ট করা (অশ্লীলতার সংজ্ঞা নিরূপণে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত), নিক/ইউজার প্রোফাইল ও ছবিতেও উপরোক্ত ধারাগুলো প্রযোজ্য হবে, প্রকাশিত লেখার পুর্নপ্রকাশ, সদস্যদের উস্কানিমূলক বা নীতি নির্ধারনী মন্তব্য/ কোন্দলে জড়িয়ে পড়া।

মনে রাখতে হবে যে, গল্প-কবিতা ডট কম-এ আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ তিনটি, লেখালেখি করা/পড়া, সামাজিক উদ্যোগের সাথী হওয়া এবং পারষ্পরিক যোগাযোগ।

৪) গল্প-কবিতা ডট কম- এর সদস্য হিসেবে একে অপরের প্রতি দলবদ্ধ আক্রমণ, অশিষ্ট মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকা কাম্য। কোন সদস্য আক্রান্ত বোধ করলে তাঁর করা অভিযোগের ভিত্তিতে/অভিযোগ ছারা মডারেটর সেই আক্রমণাত্মক পোস্ট, মন্তব্য বা উপাদান সরিয়ে দিতে পারেন। উপরন্তু সদস্যপদ বাতিল করা হতে পারে।
৫) কপিরাইট লঙ্ঘন করে, এমন কোন উপাদান গল্প-কবিতা ডট কম ধারণ কিংবা প্রকাশ করতে সম্মত নয়। পোস্ট বা মন্তব্যে অন্যত্র প্রকাশিত উপাদান ব্যবহার করলে তার সূত্র উল্লেখ করা প্রয়োজন।
৬) গল্প-কবিতা ডট কম -এ স্প্যামিং বা সাইটের টেকনিক্যাল বা অন্য যেকোন সমস্যার কারণ হলে যে কোন পোস্ট বা কমেন্ট গল্প-কবিতা ডট কম কর্তৃপক্ষ মুছে দেয়ার অধিকার সংরক্ষণ করেন।
৭) মডারেটররা তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত নিয়ে এই নীতিমালা প্রয়োগ করতে পারেন।
৮) গল্পকবিতা ডট কম এ যত ধরনের পারস্পারিক যোগাযোগের ব্যাবস্থা আছে তা সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যাবহার করতে হবে। এই পোর্টালের পারস্পারিক যোগাযোগের ব্যাবস্থা ব্যাবহার করে দুই বা ততোধিক সদস্যের মধ্যে সৃষ্ট অনাকঙ্খিত ঘটনার দায় দায়িত্ব গল্পকবিতা ডট কম এর নয়।
৯) প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রতিযোগিতার নিয়মাবলী মানতে হবে।

গল্প-কবিতা ডট কম এ বাংলাদেশের অভ্যুদয়, এ দেশের ইতিহাস ও ঐতিহ্য, আবহমান বাংলার সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক উদারচিন্তার প্রতি শ্রদ্ধাশীল। সম্মানিত লেখক ও পাঠকদেরকে গল্প-কবিতা ডট কম-এর মূল উদ্দেশ্য ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে অসাধারণ সব গল্প-কবিতা ও লেখায় গল্প-কবিতা ডট কম এর অঙ্গন পরিপূর্ণ করে তোলার আহবান জানাই। আপনাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রচেষ্টাকে সফল করবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অভিমান”
কবিতার বিষয় "অভিমান”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৪

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

ফেব্রুয়ারী ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i