Golpo kobita - গল্পকবিতা

গল্পকবিতা ডট কম অনলাইনে বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতা ব্যবহার করে নবীন-প্রবীণ লেখকদের লেখা বিশ্বজুড়ে পাঠকদের কাছে পৌঁছানোর প্রয়াস। এখানে লেখক পাঠকদের বাড়তি পাওয়া তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, গল্পকবিতা ডট কম এ সামাজিক যোগাযোগ পোর্টালের সব সুবিধা থাকার কারণে সহজেই মতবিনিময় করতে পারেন লেখক পাঠক। একটি গল্প বা কবিতা পড়ে পাঠক সহজেই জানাতে পারেন তার মতামত; যা লেখক কে করে অনুপ্রাণিত, গঠনমূলক সমালোচনা সমৃদ্ধ করে তার অনাগত লেখাকে। এভাবে লেখক ও পাঠকের যৌথ প্রচেষ্টায় বাংলা সাহিত্য চর্চা হতে থাকে গল্পকবিতা ডট কমে।

অনলাইনে বাংলা ভাষায় সাহিত্য চর্চাকে উৎসাহিত করার জন্য গল্পকবিতা ডট কমে ব্যবস্থা করা হয়েছে মাসিক গল্প ও কবিতা লেখা প্রতিযোগিতা। প্রতিমাসের প্রথম দিন লেখার বিষয়বস্তু জানিয়ে দেয়া হয়। লেখা জমা নেয়া হয় (অনলাইন ও ডাকযোগে) মাসের ২৫ তম দিন পর্যন্ত। এরপর জমাকৃত লেখাগুলো যাচাই বাছাই করা হয়। তারপর পরবর্তী মাসের প্রথম দিন লেখাগুলো পাঠকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পাঠক প্রতিটি লেখা ১ থেকে ৫-এর মানদণ্ডে মূল্যায়ীত করতে পারেন। পাঠক ভোটিং চলে মাসের শেষ পর্যন্ত। পরবর্তী মাসের ১ তারিখ পাঠক ভোটে সর্বোচ্চ মান পাওয়া ২৫টি গল্প ও ২৫টি কবিতা পাঠানো হয় বিচারক প্যানেলের কাছে। বিচারক প্যানেল প্রতিটি গল্প ও কবিতা আলাদা আলাদা ভাবে মূল্যায়ন করেন ১-১০ এর মানদণ্ডে। বিচারক এর মানের ৭০ শতাংশ ও পাঠকের মানের ৩০ শতাংশ নিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়। গল্প ও কবিতা দুই বিভাগে ৩ জন করে মোট ৬ জনকে প্রতিমাসে পুরস্কৃত করা হয়। উভয় বিভাগেই প্রথম পুরস্কার সনদপত্র ও ১৫০০ টাকার প্রাইজবন্ড, দ্বিতীয় পুরস্কার সনদপত্র ও ১০০০ টাকার প্রাইজবন্ড এবং তৃতীয় পুরস্কার সনদপত্র। পরবর্তী মাসের ১৫ তারিখ পূর্ববর্তী মাসের ফলাফল প্রকাশ করা হয়। মাসিক প্রতিযোগিতা হওয়ায় প্রতি মাসেই চলে এই চক্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

এপ্রিল ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i