গল্পকবিতা ডট কম অনলাইনে বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতা ব্যবহার করে নবীন-প্রবীণ লেখকদের লেখা বিশ্বজুড়ে পাঠকদের কাছে পৌঁছানোর প্রয়াস। এখানে লেখক পাঠকদের বাড়তি পাওয়া তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, গল্পকবিতা ডট কম এ সামাজিক যোগাযোগ পোর্টালের সব সুবিধা থাকার কারণে সহজেই মতবিনিময় করতে পারেন লেখক পাঠক। একটি গল্প বা কবিতা পড়ে পাঠক সহজেই জানাতে পারেন তার মতামত; যা লেখক কে করে অনুপ্রাণিত, গঠনমূলক সমালোচনা সমৃদ্ধ করে তার অনাগত লেখাকে। এভাবে লেখক ও পাঠকের যৌথ প্রচেষ্টায় বাংলা সাহিত্য চর্চা হতে থাকে গল্পকবিতা ডট কমে।
অনলাইনে বাংলা ভাষায় সাহিত্য চর্চাকে উৎসাহিত করার জন্য গল্পকবিতা ডট কমে ব্যবস্থা করা হয়েছে মাসিক গল্প ও কবিতা লেখা প্রতিযোগিতা। প্রতিমাসের প্রথম দিন লেখার বিষয়বস্তু জানিয়ে দেয়া হয়। লেখা জমা নেয়া হয় (অনলাইন ও ডাকযোগে) মাসের ২৫ তম দিন পর্যন্ত। এরপর জমাকৃত লেখাগুলো যাচাই বাছাই করা হয়। তারপর পরবর্তী মাসের প্রথম দিন লেখাগুলো পাঠকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পাঠক প্রতিটি লেখা ১ থেকে ৫-এর মানদণ্ডে মূল্যায়ীত করতে পারেন। পাঠক ভোটিং চলে মাসের শেষ পর্যন্ত। পরবর্তী মাসের ১ তারিখ পাঠক ভোটে সর্বোচ্চ মান পাওয়া ২৫টি গল্প ও ২৫টি কবিতা পাঠানো হয় বিচারক প্যানেলের কাছে। বিচারক প্যানেল প্রতিটি গল্প ও কবিতা আলাদা আলাদা ভাবে মূল্যায়ন করেন ১-১০ এর মানদণ্ডে। বিচারক এর মানের ৭০ শতাংশ ও পাঠকের মানের ৩০ শতাংশ নিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়। গল্প ও কবিতা দুই বিভাগে ৩ জন করে মোট ৬ জনকে প্রতিমাসে পুরস্কৃত করা হয়। উভয় বিভাগেই প্রথম পুরস্কার সনদপত্র ও ১৫০০ টাকার প্রাইজবন্ড, দ্বিতীয় পুরস্কার সনদপত্র ও ১০০০ টাকার প্রাইজবন্ড এবং তৃতীয় পুরস্কার সনদপত্র। পরবর্তী মাসের ১৫ তারিখ পূর্ববর্তী মাসের ফলাফল প্রকাশ করা হয়। মাসিক প্রতিযোগিতা হওয়ায় প্রতি মাসেই চলে এই চক্র।