মায়ের কষ্ট।

কষ্ট (জুন ২০২০)

আশরাফুল আলম
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৪.৮৫
  • ৩৩৭

দশ মাসের ঝর তুফানে,
প্রসব কালো রাতে।
জীবনটাকে হাতের মুঠে,
কামড় দিয়ে দাঁতে।

তোমার গা'র ময়লা ধুতে,
মা'র লালে গোসল।
আদুল করে মা'র শরীর,
পুত্রে দিতো আঁচল।

বক্ষ তাহার ছিলো তোমার,
সে শ্রেষ্ঠ বিছানা।
মা'র বুক সবচে আপন,
এই কথাটি মিছানা।

আড়াই বছর পান করো,
মা'র বুকের দুধ।
কোন ধনেতে সেই ঋনের,
করবে তুমি শোধ?

চোখের পানি তেল কাজলে,
টিপে তোমার দেহ,
অসুখ হলেই রাত্রি জাগে,
খোজ রাখেনা কেহ।

মা তোমায় করতে বড়,
হাজার ব্যাথা সয়,
তাইতো বলি মায়ের মতো,
আপন কেহ নয়।

আজ তোমার বিশাল দেহ,
জোর অনেক গায়।
সিংহ ধরো বাঘ শিকারো,
মানুষে ভয় পায়।

মায়ের সাথে বলতে কথা,
শব্দ করো নিচু।
তাহার হাতে আরশে খোদা,
তোমার সব কিছু।

মায়ের মনে কষ্ট দিয়ে,
কাবার রশি টানো!
তোমার জায়গা হাবিয়াতে,
বলছে নবী জেনো।

মায়ের তরে বাড়াও তুমি,
ভালোবাসার হাত।
চাঁদের আলোয় কেটে যাবে,
আধার কালো রাত।

খোদার কাছে নাজাত পাবে,
ভাঙ্গলে সব ভুল।
তোমার তরে উঠবে ফুটে,
শত গোলাপ ফুল।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Apurba অনেক সুন্দর। আশা করি আমার প্রফাইলটা ঘুরে আসবেন
মোঃ নুরেআলম সিদ্দিকী মাকে নিয়ে খুব চমৎকার লিখেছেন। মায়ের মতো আর কে হয় ভাই! অনেক শুভ কামনা ও ভোট রইল।।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতায় মায়ের কষ্ট তুলেধরা হয়ে।

১৯ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ২৭ টি

সমন্বিত স্কোর

৪.৮৫

বিচারক স্কোরঃ ২.৪৫ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৪ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪