হারাবার জন্য তো
খুঁজে বেড়াইনি তোমায়
নষ্ট সমাজ কষ্ট কাব্যে
তুষ্ট নয় এ হৃদয়
যে আঙুলগুলো অবিন্যস্তভাবে খেলা করত
আমার চুলের ভিতরে
সেগুলো এখন মোবাইলের টাচ স্ক্রিনে
আমার ফেসবুক খুঁজে ফেরে,
যতই বোঝাও না কেন বইতে পারব
নিজেদের জীবনভার
আমি জানি দুইজনের টেবিলে বাসি হয়
দুজনের খাবার।
না পাবার কষ্ট আছে. কিন্তু পেয়ে হারিয়ে ফেলার কষ্ট নিদারুণ. সেইটিই ফুটে উঠেছে এই কবিতায়
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী