যুগে যুগে অশ্লীলতা তোমাকে করিছে অপমান;
তবু মানুষেরা মুখে মুখে গাইছে অসভ্যের গান!
ক্রোধে ক্রোধে মার্জিত শব্দ ভুলে গেছে মানুষ;
অগ্নিশর্মা হয়ে খুয়েছো তোমরা আপনার হুশ!
যুগে যুগে অশ্লীলতা তোমাকে করিছে অপমান;
তবু মানুষেরা মুখে মুখে গাইছে অসভ্যের গান!
ক্রোধে ক্রোধে মার্জিত শব্দ ভুলে গেছে মানুষ;
অগ্নিশর্মা হয়ে খুয়েছো তোমরা আপনার হুশ!
আপনার চারপাশ ঘেরা পতিত পুরুষের আস্তানা
দিন-রাত চলে পণ্য বিপণন রাখঢাক নগ্নতায়
পেটের দায়ে দেহব্যবসায়ী গণিকার উন্মোচন নয়
একটা একটা ঘুষখোর ধরুন
উলঙ্গ করে প্রকাশ করুন, হাতকড়া পড়িয়ে দিন
জনসম্মুখে করুন বলৎকার।
আমার কাছে অশ্লীল মনে তবে তারে হত,
কথায় কথায় গালি দেয়া অভ্যাস পরিণত।
আমার কাছে অশ্লীল মনে তবে পরে তরে,
নিজের মূল্য লেলিহানে তথায় বিলি করে।
গোলাপবাগ উচ্চ মাধ্যমিক কলেজের ইংরেজি শিক্ষক আনোয়ার সাহেব। রোজ সকালে তিনি আর মিজান সাহেব একসাথে হাঁটতে বের হন। দুজনেরই ডায়াবেটিস হয়েছে। ডাক্তার সাহেবের পরামর্শে সকালবেলা দুজন হাঁটেন। আজকে হাঁটা শেষ করে তারা একখানে বসে পড়লেন।
ভীষণ ঘুম পাচ্ছে
আকণ্ঠ আদিম রক্ত পান করেছি
ধর্ষিতার ছিড়ে যাওয়া শাড়ি জমিনে বিছিয়ে
ঢাকার ম্যানহোলের মত মুখটাকে ফাঁক করে দিয়ে
আমি খুব জুত করে লেপটে আছি।
নিজ প্রণয় ভ্রান্তি মানুষ
ছুটছে অর্থ-বণিকের পাশে।
মানুষ মানুষকে নাহি চিনে
দৃষ্টি লাকানো ধনের অন্তরালে,
ধন যার ভুরি ভুরি সাধু সে।
নাতি বলে দাদা চলো বাজারেতে যাই।
দরকারি কিছু জিনিষ কিনে আনি ভাই।।
দাদা বলে নাতি তবে সাবধানী হও।
চোখের হেফাজত ছাড়া তুমি নিরাপদ নও।
আমি ভালোবাসি না,
প্রেমে পড়ি।
প্রেম ভালোবাসার ছোঁয়াচে আগুনে
জ্বলি পুড়ি।
নেতানো, জীর্ণ আর পেচানো শাড়ির আড়ালে,
তলপেটের চর্বি মেপে নিয়েছে চোখ I
যে চোখ দিয়ে নূর দেখার কথা ছিলো !
যে চোখ দিয়ে অশ্রু পড়ার কথা ছিলো !
মনলোভী মানুষ গুলো,
পায় কি মনের দেখা !
অতি লোভে মন কষ্ট,
জীবন টা হয় ফাঁকা।