নিজ প্রণয় ভ্রান্তি মানুষ
ছুটছে অর্থ-বণিকের পাশে।
মানুষ মানুষকে নাহি চিনে
দৃষ্টি লাকানো ধনের অন্তরালে,
ধন যার ভুরি ভুরি সাধু সে।
নিজ প্রণয় ভ্রান্তি মানুষ
ছুটছে অর্থ-বণিকের পাশে।
মানুষ মানুষকে নাহি চিনে
দৃষ্টি লাকানো ধনের অন্তরালে,
ধন যার ভুরি ভুরি সাধু সে।
জেলখানা থেকে ছাড়া পেয়েই সোজাসুজি বাসস্ট্যান্ডে গিয়ে হাজির। পরিচিত কাউকেই দেখতে পাচ্ছে না। মুখটা চুপসে বিবর্ণমুখ। কপালে বুঝি একটা বিড়িও জুটবে না।
পকেটে টাকা নেই। চায়ের দোকানে বসে শুধু এদিকসেদিক তাকাচ্ছে। যদি পরিচিত কাউকে পাওয়া যায়। দোকানে অল্পবয়সী এক ছেলে বসে আছে। জিজ্ঞেস করলো, 'তোমার আব্বায় কই গেছে? দোহানে আয়ে নাই?'
এখানে একটি সেতু হবে,
যার উপর দিয়ে পার হবে-
প্রেমিক-প্রেমিকা
পার হবে মানুষজন, আত্মীয়-অনাত্মীয়
পার হবে স্বপ্ন আর ভালোবাসা
পার হবে গাংচিল আর
আমার শরীরটা ভীষণ খারাপ। কাশিটা ভীষণ জ্বালাচ্ছে! সেই সাথে হাঁচি! কিছুটা জ্বর জ্বরও লাগছে। চুপচাপ বসে ছিলাম। আমার থেকে কিছুটা দূরত্বে বসে নয়ন পেপার মুখস্ত করছে! হ্যাঁ মুখস্তই তো করছে! একেবারে পেপারের ভীতর যেন ঢুকে গেছে! মনে হচ্ছে ভ্যানিস হতে বাকি!
বিমানে উঠতে গিয়ে তিনি দেখেন তাঁর পরনের লুঙ্গিটি নেই শুধু টাওজারটি রয়েছে, হয়তো ভীড়ের চাপে কখন খুলে পড়েছে। দু একজনকে জিজ্ঞেস করতেই তারা জানায় গেইটে ওটি পরেই তাঁকে ঢুকতে দেখেছে সবাই। অবশেষে খোঁজ নিয়ে দেখেন লুঙ্গি ভর্তি তাঁর ব্যাগটিও নেই। বিমানে উঠে তিনি স্বস্তির নিশ্বাস ফেলেন- “যাক সব লুঙ্গিই লুঙ্গির দেশে রয়ে গেল”।
অশ্লীলতা নয়তো ভালো,
অনেক খারাপ কাজ,
অশ্লীলতা দূর করে যে
লজ্জা- শরম- লাজ।
আপনার চারপাশ ঘেরা পতিত পুরুষের আস্তানা
দিন-রাত চলে পণ্য বিপণন রাখঢাক নগ্নতায়
পেটের দায়ে দেহব্যবসায়ী গণিকার উন্মোচন নয়
একটা একটা ঘুষখোর ধরুন
উলঙ্গ করে প্রকাশ করুন, হাতকড়া পড়িয়ে দিন
জনসম্মুখে করুন বলৎকার।
পড়ে কি মনে পাপড়ি গোনার দিন,
তোমার গোলাপ বন?
উতাল হাওয়া, পাতার শিহরণ?
একলা বেলার খরস্রোতা নদী –
চক্রাবর্তে তলিয়ে যাওয়া নাও?
যুগে যুগে অশ্লীলতা তোমাকে করিছে অপমান;
তবু মানুষেরা মুখে মুখে গাইছে অসভ্যের গান!
ক্রোধে ক্রোধে মার্জিত শব্দ ভুলে গেছে মানুষ;
অগ্নিশর্মা হয়ে খুয়েছো তোমরা আপনার হুশ!
লেনদেনের হিসেব চুকিয়ে
স্নান করে কমলা সময়ে;
দিন শেষে আকাশ বুঝে নেয় অন্ধকার;
তুলে নেয় ঋণ খেলাপি’র নতুন ভার।
আলোর আশায় রাত্রির বুকে-
“জুলাই ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী