আমি ভালোবাসি না,
প্রেমে পড়ি।
প্রেম ভালোবাসার ছোঁয়াচে আগুনে
জ্বলি পুড়ি।
কবিতা
আমি ভালোবাসি না,
প্রেমে পড়ি।
প্রেম ভালোবাসার ছোঁয়াচে আগুনে
জ্বলি পুড়ি।
কবিতা
পড়ে কি মনে পাপড়ি গোনার দিন,
তোমার গোলাপ বন?
উতাল হাওয়া, পাতার শিহরণ?
একলা বেলার খরস্রোতা নদী –
চক্রাবর্তে তলিয়ে যাওয়া নাও?
কবিতা
এ ভোরে সুর্য নেই কোনো
তাহলে আমার কথা শোনো
আমি বাঁচি কার তাতে ব্যথা?
আমরা পোড়াই শালীনতা।
কবিতা
সূর্যালোকে সৎকাজে যাকে
লাগে গগনের নীল,
আধার এলে সে যে হয়
পরিণত অশ্লীল।
কবিতা
পাপের এ শহরে জীবাণুর মিছিল চলে প্রতিনিয়ত___
হাতে গ্লাভস, মুখে মাস্ক, চোখে সানগ্লাস তবুও মিত্রুর ঢেউ এ তৃষ্ণার্ত দেয়ালে!
বাহিরে কারফিউ
কবিতা
সভ্যতার অক্টোপাস-
দিগন্তজুড়ে সভ্যতার ব্যানের,
অশ্লীলতার মহাপ্রলয়।
মূর্খতার বসবাস-
শিক্ষিত মানুয়ের বিবেকে চলে,
ভালো মানুষির অভিনয়।
কবিতা
চোখ খুলতেই হয়তো দেখি
যা দেখতে'ই রুচিতে বাঁধে
রাস্তায় চলতে'ই যা ভেসে আসে কানে,
এমন'ই কিছু দৃশ্য-কিছু শব্দ
কবিতা
আমার কাছে অশ্লীল মনে তবে তারে হত,
কথায় কথায় গালি দেয়া অভ্যাস পরিণত।
আমার কাছে অশ্লীল মনে তবে পরে তরে,
নিজের মূল্য লেলিহানে তথায় বিলি করে।
কবিতা
যে চোখে চোখ রেখে কথা বলেছি আমি
সে চোখে আজ অন্য কারও চোখ ,
যে ঠোটে ঠোট রেখে চুমু খেতাম আমি
সেখানে দেখি অন্য কারও মুখ ।
কবিতা
সড়কে চাকায় পিষ্ট হয়ে
মানুষের শরীর বয়ে
টগবগিয়ে খুন ভাসে,
হত্যা-সুখের উল্লাসে
ঘাতকের চকচকিয়ে চোখ হাসে,