মেয়ের পোশাকে ছেলে
মেয়েরাও তেমন ছলে
ভুলে জীবনের অনন্যতা
ভালো নয়; এসব অশ্লীলতা।
অশ্লীল ভিডিও মোবাইলে
সুযোগে চ্যাটিং-এর দুয়ার খোলে
ভুলে যায় স্রষ্টার মহানুভবতা
ভালো নয়; এসব অশ্লীলতা।
যার করুনায় আমি হলাম
তাঁকেই আজি ভুলে গেলাম
ভুলে গেলাম মা-বাবার মায়ার কথা
ভালো নয়; এসব অশ্লীলতা।
অশ্লীলতায় নেই সুখ
কেবল দুঃখ আছে
অশ্লীলতায় শান্তি নেই
কেবল অশান্তি আছে।
অশ্লীল বিষয়ের বিবরণের পর তার সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে, অশ্লীলতায় সুখ-শান্তি কিছুই নেই।
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী