জলজ্যান্ত আঁধারটাকে গিলে খেলো সূর্যের আলো
আর পুরোনো শহরটা নতুন মলাটে প্রস্তুত আবারো ৷
ইট,কাঠ,আর পাথরের শহরে আবার একটা ভোর
পেশাজীবী,কর্মজীবিরা সময়ের সাথে সাথে দৌড় ৷
বাংলা আঁধারের কবিতা কি? বাংলা আঁধারের কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, আঁধার কি? আঁধার কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: আঁধার আলোহীন, অপরিষ্কার, তিমির, তম, তমসা, আলোর অভাব। কিন্তু 'আঁধার' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই কি একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়? দিনের অর্ধেকটা থাকে আলোতে, বাঁকিটা আঁধারে। আঁধার মানব জীবনের একটা অংশ - এ জন্য আঁধার নিয়ে হয় সাহিত্য চর্চা। আঁধার নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। আঁধার নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা আঁধারের কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
নতুন মলাটে পুরোনো শহরkazi zuberi mostakআঁধার, অক্টোবর ২০১৭ -
কবিতা
আলোর দুর্ভিক্ষShadhin Hossainআঁধার, অক্টোবর ২০১৭দুর্গম পথে
আলোর দুর্ভিক্ষ
নিশাচরের রাজত্ব
আঁধারে যন্তণায় চাইছে বিচার
ধিক্কার মানবতারে -
কবিতা
আঁধারে অন্য রূপবিশ্বরঞ্জন দত্তগুপ্তআঁধার, অক্টোবর ২০১৭দিনের আলোয় ভালোমানুষ , আঁধারেতে ভয়ংকর ,
আঁধার নামলে " এসব মানুষ " হিংস্র পশুতে রূপান্তর ।
দিনের আলোয় সাধন-ভজন , আহারের আগে দেবতার নাম ,
আঁধার নামলে " ব্লো-হট " গান , আর সঙ্গে চাই নারীর ঘ্রাণ । -
কবিতা
আঁধারের আর্তনাদনূরনবী সোহাগআঁধার, অক্টোবর ২০১৭নীল কষ্টের বলিরেখা জমেছে; আঁধারের সমস্ত শরীরে
চিহ্ন রাখেনি নিষ্পাপ চোখ, নিশ্চুপ জল পতনের।
যে কয় ফোঁটা ঝরেছিল নিঝুম উপাসনালয়
তৃষ্ণার্ত দেয়াল তাও চুষে নিয়েছে নিরবে। -
কবিতা
চেনা পথে শূন্যতাজয় শর্মা (আকিঞ্চন)আঁধার, অক্টোবর ২০১৭যেদিন আমাকে আবার ভালোবাসবে
আলতো ছুঁয়ে দিতে চাইবে বারবার,
দূরে কোন এক প্রান্তরে একা ফেলে আসা
এই আমাকে ফিরিয়ে নিতে আসবে আবার। -
কবিতা
অহর্নিশ আঁধার।নুরুন নাহার লিলিয়ানআঁধার, অক্টোবর ২০১৭কালোর্ত্তীন সময়ের স্রোতে ভেসে যায় যাপিতজীবন,
প্রতি দিনের পুরোনো হয়ে যাওয়া মায়া, স্বপ্ন, যা কিছু আপন।
আধ পুরোনো ওয়ার ড্রোবের কাপড়ের ভাজে ভাজে স্বপ্নিল প্রেম গুলো কাঁদে। -
কবিতা
অন্ধ প্রদেশ অথবা কলঙ্কিত মহাভারতধ্রুব নীলআঁধার, অক্টোবর ২০১৭এক পেয়ালা আফসোস এবং গোটা চারেক স্তুতি বাক্যলোভী
অর্জুন; এদের জন্য করুণা হয়।
কতোটা নির্লজ্জ একবার ভাবুন!
বুকের তাজা রক্ত ঢেলে ব্রেকিং নিউজের দখলটা এদের চাই-ই চাই? -
কবিতা
অামার না পাওয়া মেঘগুলোরওনক নূরআঁধার, অক্টোবর ২০১৭আমার একটা যত্নে পোষা গভীর কালো মেঘ আছে।
মেঘের বুকে আমি আমার সব অন্ধকার পুষে রাখি।
সবাই আমার রোদ্রজ্জল আলো ঝলমল খুশি দেখে আপ্লুত।
মেঘ আমাকে খুব জতনে করুন দুঃখের সুখ দিয়ে যায়। -
কবিতা
অাঁধারেশরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানআঁধার, অক্টোবর ২০১৭কান্না গোপন করে
মলিন মুখে সংগ্রাম
স্বপ্নেরা অস্তগামী
তবু চলা অবিরাম। -
কবিতা
তোমার অজান্তেমাইনুর নাহারআঁধার, অক্টোবর ২০১৭আজ ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে দেখি,
আমার অজান্তে তুমি
ঠোটজোড়া স্পর্শ করে আছ!
তাই মস্তিষ্ক অবশ আজ ; -
কবিতা
সুদিনে বাঁধবো ঘরকাজী জাহাঙ্গীরআঁধার, অক্টোবর ২০১৭ভালোবাসা নষ্ট হয়ে গেছে
জীবন জ্বলে দূর পাড়াগাঁয়ের কুপির মতন
চুলোয় চড়াব যে দু’মুঠো চাল
দুর্মূল্যের বাজার… -
কবিতা
কোন একসময়পন্ডিত মাহীআঁধার, অক্টোবর ২০১৭ন্ধ্যে হলে ভালবাসার দেব, ফিরত বাড়ি।
আধো আলো অন্ধকারে,
আমি কাছে গিয়ে মুখ তুলে তাকাতাম
তার বুকের মাঝে মুখ ঘশতাম প্রাণপণে
যতটা গভীরে যায় যাওয়া... -
কবিতা
মাটির খাতায় লিখে যবো.মোঃ মোখলেছুর রহমানআঁধার, অক্টোবর ২০১৭যে আঁধারে খুন খারাবি গুম হয় সোনার দেশটাতে ,
দুর করতে কি পারি না তা সমবেত চেষ্ঠাতে।
চার বছরের অবুঝ শিশু হয় যে শিকার ধর্ষণে,
যাচ্ছে ডুবে দেশটা তবে কোন আঁধারের বর্ষণে। -
কবিতা
খোঁজি আঁধারের আশ্রয়শাহীদআঁধার, অক্টোবর ২০১৭আঁধার আমার ভালো ছিলো
চাইনি এমন হিংস্র আলো
আঁধার আমার সহায় ছিলো,
নিঠুর আলো আমার ঘর পুড়ালো। -
কবিতা
আলোর বান আসবে বলে...।মোহাম্মদ বাপ্পিআঁধার, অক্টোবর ২০১৭ছিমছাম নিশ্চুপ ঘন অন্ধকার
একটু একটু ভয় আর একটু একটু ভাললাগা।
এইতো ছিল বেশ নিজের মতন,
হঠাৎ কোথা থেকে এলো -রসিক আলো
করতে অন্ধকারের বস্ত্র হরন !
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৫
এ যাবত
প্রতি মাসেই পুরস্কার
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
