বন্ধু
৯ জন
আমি শুনেছি আপনি খুব ভালো লেখেন। আমার জীবন নিয়ে একটা গল্প লিখবেন?’আমি চোখ সরু করে তাকালাম আমার সামনে দন্ডায়মান প্রায় ছয় ফুটের কাছাকাছি উচ্চতার দীর্ঘকায় মানুষটার দিকে। উজ্জ্বল ফর্সা লোকটির গায়ের রঙ।
সোনালি সূর্যটা তার প্রচন্ড উত্তাপে পুড়িয়ে দেয়,বর্ষণ শুরু হলেই বৃষ্টিরা আমাকে ভিজিয়ে দেয়,আমার ঘরেই বেঁধেছে দুঃখের ছোট্ট আস্তানা,তবুও আমি বাঁচতে চাই ।
ওঠ বাবা ওঠ। এই নিয়ে মোট পাঁচবার আসলাম। আজকে তোর কি হয়েছে বলতো। আমার সাহিত্যে আলো নেই। থাকবে কোথা থেকে। দু-এক দিন স্কুলের বারান্দায় গিয়েছিলাম।
আমি নিরুপমা বর্ণের আম্মু।পরীর মত দেখতে আমার মেয়েটি।যেন রাজকুমারী।তার বাবা ইসতি একজন আইনজীবী
এমন এক সাঁঝেরবাতি জ্বলা ছোট্ট ট্রলারে। তুরাগের মাঝবুকে। এক মধ্যরাতে। তারা ছিল আকাশে। মেলা চলছিল বোধহয় ওদের। আকাশের মেঘবালিকারা ইয়াবা সেবন করেছিল বুঝি সে রাতে। তাই নির্ঘুম। ঢেকে রাখছিল চাঁদ কে।
তুমি মেঘ হলে আমিহব এক ফোঁটা জল,তুমি কালবৈশাখী হলেআমি হব দখিনা হাওয়া ।
মন্তব্য করুন