আতঙ্কের কালো ছায়া

আতঙ্ক (নভেম্বর ২০২৫)

MD. ALIM
  • 0
  • 0
  • ৯৩
সহসা অস্ফুট স্বর, অজ্ঞাতের আহ্বান-
অন্তরে প্রবেশে করে , তীব্র ত্রাস-বাণ।
সুপরিচিত পথ আজি, হয় দিশাহারা,
ভীতির নিগড়ে চিত্ত, রহে আত্মহারা।
ঝটিকার সম আসে, প্রগাঢ় এই শঙ্কা,
জীবনের জ্যোতির্ময়ী,শিখা যেনো টঙ্কা।

নয়ন-তারায় ভাসে, অলীক প্রতিচ্ছবি,
স্তব্ধ করে কালস্রোত, রুদ্ধ হয় ছবি।
নিশ্বাসে গুঞ্জরিত, উদ্বেগের তাল,
কোথায় বিলীন হলো, আশার প্রবাল?
প্রত্যেক মুহূর্ত যেন, সংশয়ে প্রপীড়ন,
অজ্ঞাত বিভীষিকায়, রুদ্ধ বিচরণ।

প্রাচীরের স্তব্ধতাও, হয় যেন বাণী,
বিষাদের দীর্ঘশ্বাস, দুঃসহ যামিনী।
স্বপ্নদল ঝরে যায়, শুষ্ক পত্র যথা,
ভবিষ্যৎ রহে শুধু, তিমিরেতে কথা।
এ কেমন নিগড়, এ অদৃশ্য বন্ধন!
মুক্তির লাগিয়া বৃথা, এ অন্বেষণ।

তবু কি সমাপ্ত হবে, এই সংগ্রাম-ব্রত?
পরাভব মানিবে কি, এই চিত্ত-ক্ষত?
নহে, নহে! গভীরে জাগে, এক কঠিন প্রত্যয়,
সাহসের শপথেই, হোক ভয়ের বিলয়।
ভীতি অতিক্রমণে, হোক এই অঙ্গীকার-
চূর্ণ করতেই হবে, মিথ্যা কারাগার।

নব সূর্যের দীপ্তি, নিশ্চয়ই আসিবে,
আতঙ্কের শৃঙ্খল, একদিন খসিবে।
শান্তি ফিরিবে, দূরীভূত, হবে কালো ছায়া,
পুনরুজ্জীবিত হবে, জীবনের কায়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সারমর্ম: হঠাৎ আসা এক অজানা, অস্পষ্ট কণ্ঠস্বর ডেকে উঠে , যা মনে তীব্র আতঙ্কের জন্ম দেয়। এই ভয় এতই শক্তিশালী যে, অতি পরিচিত পথও অচেনা মনে হয়, মানুষ দিশাহারা হয়ে পড়ে। ঝোড়ো হাওয়ার মতো এই আতঙ্ক এসে জীবনের শেষ আশাটুকুও যেন নিভিয়ে দিতে চায়। ভয়ের কারণে চোখের সামনে ভেসে ওঠে মিথ্যা প্রতিচ্ছবি, যা যেন সময়কে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। এই থমকে যাওয়া প্রতিটি মুহূর্তে শুধু থাকে ভয়ঙ্কর সংশয় ও বিভীষিকা। ভীতির এই মানসিক চাপ এতটাই গভীর হয় যে, নির্জীব দেয়ালকেও কথা বলতে শোনা যায়; বিষাদের দীর্ঘশ্বাস রাতকে আরও অসহ্য করে তোলে। সব স্বপ্ন শুকনো পাতার মতো ঝরে যায়, আর ভবিষ্যৎ কেবল অন্ধকার আর হতাশায় ঢাকা থাকে। এই ভয়ের শক্তিশালী বাঁধন বা জটিল বন্ধন থেকে মুক্তি পাওয়ার সব চেষ্টা তখন বৃথা মনে হতে থাকে। কিন্তু মন কি তবে এই ভয়ের কাছে হার মানবে? হৃদয়ের এই ভয় কি চিরকাল থেকে যাবে? উত্তর আসে—না! এই সময় মনের গভীরে জন্ম নেয় এক কঠিন বিশ্বাস। আমাদের সাহস-ই পারে এই ভয়কে দূর করতে, তাই ভয়ের এই মিথ্যা কারাগার ভেঙে ফেলার শপথ নিতে হবে। নিশ্চিত, নতুন সূর্য অবশ্যই উদিত হবে, আর আতঙ্কের শৃঙ্খল একদিন খসে পড়বে। সেই দিন শান্তি ফিরে আসবে, আতঙ্কের কালো ছায়া দূর হবে এবং জীবন আবার পূর্বের মতো প্রাণবন্ত ও সতেজ হয়ে উঠবে।

১২ ডিসেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“ডিসেম্বর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ ডিসেম্বর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী