আমি সেদিনও দাঁড়িয়ে ছিলামতুমি দেখে গেলে চলেআমার ব্যাকুল মনের আকুল চাওয়া তুমি দেখলে না।
শীতে কাঁপন ধরছে,জুতা পায়ে নাই দগদ্গা ঘা হইছে মাইলের পর মাইল চিটা পেট লইয়া এক একটাপিশাচরে ধইরা ধইরা মাডির পেডে ঢুকাইয়া দিছি।
খররৌদ্রে পুড়েছে শরীর,বৃষ্টির জল আজ ছুয়ে দেখেনা আমায়।শ্বশানের চন্দনকাঠের গন্ধ,তাই আগুনও আজ জ্বালা দেয় না।
খামের ওপরে লেখা ঠিকানাটা অস্পষ্ট হয়ে গেছে। প্যাচপ্যাচে কাদায় ঢুঁড়ে ফেলেছি শহরের যত গলি, কিন্তু দেখা পাইনি একটা লোকেরও।
তোমার চোখে চোখ রেখেস্বপ্ন আকার কথা ছিল,তুমি বলেছিলে –স্বপ্ন গুলো হবে অজুত রঙের ।তুমি যেতে চেয়েছিলে আমার সাথেমধ্যরাতে জোছনা ধরতে ,
এমন এক সাঁঝেরবাতি জ্বলা ছোট্ট ট্রলারে। তুরাগের মাঝবুকে। এক মধ্যরাতে। তারা ছিল আকাশে। মেলা চলছিল বোধহয় ওদের। আকাশের মেঘবালিকারা ইয়াবা সেবন করেছিল বুঝি সে রাতে। তাই নির্ঘুম। ঢেকে রাখছিল চাঁদ কে।
মন্তব্য করুন