তারাভরা ঐ রাতের আকাশে,
নির্মল আর শান্ত রাতটাকে দেখে,
মুগ্ধ নয়নে দেখি তাকে।
কি সুন্দর! কি শান্তিময়! রূপ তার,
তাইতো স্পর্শ চাই স্নিগ্ধ ভালবাসার,
যেন এক স্বপ্নীল জাদুকরী রাত।
ছোট্র শিশুটি তার মায়ের আঁচলে লুকিয়ে,
রাতের অন্ধকারে কি যেন দেখে ভয়ে ভয়ে,
পিছন ফিরে …