শ্রী অঙ্গে পট্টবস্ত্র, মৃদঙ্গে ধরেছি চেনা তাল
যেভাবে বাজাও বাজি, আমার এই ফাটানো কপাল
কি রঙ্গে নাচাও সখি, এই অঙ্গে তুমুল অসুখ
যদি তুমি বুঝে নিতে, যদি সখি দিতে ঝাড়ফুঁক
অকুলে ভাসানো খেয়া, ন'কূলে আশার ভেলা- সব
ডুবেছে পাথারে সখি, সেজেছি বেভুলে বৈষ্ণব
বিভঙ্গে নাচের মুদ্রা, মৃদঙ্গে বেজে চলে তাল
ছেড়েছ আকাশে তাই, এ আমার একলা উড়াল
মাটিতে পড়েছে ছায়া, কেটে যাচ্ছে ক্লান্তি, মায়া- আজ
আলোর আড়াল খুঁজি, আঁধারে সেজেছি ধোঁকাবাজ
যদি তুমি বুঝে নিতে, যদি দিতে নাটাইয়ের টান-
শ্রী অঙ্গ খুলে যাবে, মৃদঙ্গ কি বাজাবে? আমি বড় ঘরের কাঙাল
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।