দুঃখ থেকে চুইয়ে পড়ে জল
 কাজল থেকে- ফোঁটায় ফোঁটায় কালি
 আকাশ থেকে বর্ষণ অনর্গল
 নদীর থেকে উপচে আসে বালি
স্বপ্ন থেকে তাই অতঃপর কী?
 আনন্দ, না ভাবনা, নাকি ঝড়ে
 বুক ভাসানো উড়ন্ত চড়কি
 স্রোতের মত খলবলিয়ে চড়ে
কষ্ট থেকে এক সমুদ্র নীল
 জলের মত আধফোঁটা এক আকাশ
 মেলছে ডানা বিষণ্ন গাঙচিল
 ভেতরে বোধ, রুক্ষ রুক্ষ ফাঁকা
জীবন তোমার চোখের ভেতর ঘর
 ছোট্ট ছোট্ট গল্প বাঁধে বাসা
 মিষ্টি সুখ আর আনন্দ নির্ঝর
 আর যাতনার বর্ষামুখর আষাঢ়
 
                                    এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।
 
                 
                 
                