একটি কবিতা ছিল জ্যোত্স্নার মায়াবী সিথানে
একটি কবিতা ছিল কোকিলের কুহু কুহু তানে
একটি কবিতা ঠিক পেয়ে যেতে পারো
কৃষকের সোনারঙা ফসলের ঘ্রাণে
একটি কবিতা ছিল কিশোরীর চিবুকের তিলে
একটি কবিতা ছিল প্রেয়সীর দুচোখের নীলে
একটি কবিতা তুমি পেয়ে যাবে আরো
প্রতিবাদী জনতার দৃপ্ত মিছিলে
একটি কবিতা ছিল ঝাউশাখে, বেতসের বনে
একটি কবিতা ছিল সুরভিত গোলাপ কাননে
একটি কবিতা জ্বলে উঠলো হঠাৎ
পঁচিশের কালরাতে- শোকার্ত মানুষের তীব্র দহনে
একটি কবিতা ছিল চৈত্রের রুদ্র প্রহরে
একটি কবিতা ছিল ভাঙচুর বৈশাখী ঝড়ে
একটি কবিতা তুমি পাবে নির্ঘাত
মুক্তি সেনার বুকে, রক্ত আখরে
ফুঁসে ওঠা মানুষের সুতীব্র ক্রোধে
শহীদের উদ্ধত রক্তের স্রোতে
নতুন এক কবিতার হল উন্মেষ-
বাংলাদেশ, বাংলাদেশ, আমার বাংলাদেশ
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
-
সালেহ মাহমুদ ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ পান্না ভাই। স্যালুট আপনাকে।ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২৫ মার্চ, ২০১২
-
সাইফুল করীম এই না হল কবিতা ভাই......পুরাই বেচইন হায়......কি আর বিশেষণ দেই.........কবিতার গুরুকে সালাম জানাই......ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২৫ মার্চ, ২০১২
-
আহমেদ সাবের "নতুন এক কবিতার হল উন্মেষ- / বাংলাদেশ, বাংলাদেশ, আমার বাংলাদেশ", আমাদের প্রিয় বাংলাদেশ। দেশপ্রেমের প্রগাঢ় উচ্চারণ। মুগ্ধ হলাম পান্না।ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২৬ মার্চ, ২০১২
-
খন্দকার নাহিদ হোসেন কবিতা কবি ভালো লিখেছে আশা রাখি সে নিজেই তা জানে। তবে "দৃপ্ত মিছিলে" কিংবা "সুতীব্র ক্রোধে" উপমাগুলো পুরনো লাগলো।ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২৬ মার্চ, ২০১২
-
মালঞ্চ মুগ্ধতাআআআআআআ !!!!!!ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২৯ মার্চ, ২০১২
