মনে পড়ে
................
যে ঢোকগুলো বেরোতে গিয়েও
আটকে ছিল কন্ঠায়
এন্টার্কটিকার মত
জমাট বেঁধে থাকা বরফের টুকরোগুলো আর
যেসব মেঘ উড়ে উড়ে গেছে দক্ষিণে
তাদের সবার কথা খুব মনে পড়ে
যে যার মত
...................
পার্কের দুপুর শুনসান শুয়ে থাকে বেঞ্চে
জানলার শিকগুলো দুঃখী দুঃখী চোখে
তাকায় দিগন্তে
বিকেলের রঙিন ছাদ অবলীলায় ঝিলমিলিয়ে হাসে
প্রত্যাশায় ব্যাকুল হয়ে ওঠে দূরের মাঠ
ক্রমাগত ভ্রুকুটি হানে ছড়ানো চুল
আর নীলচে টিপের নীচে একজোড়া তরঙ্গিনী চোখ
ম্যাজিক
..............
একটা ছোট্ট জানালা থেকে আচমকা বেরিয়ে এল নদী
উঠোনটা নিমেষে পার্ক হয়ে গেল
হ্যালোজেন স্নিগ্ধতা মাখল পড়ন্ত বিকেল
কুজনে মুখর হয়ে
মৌসুমি পাখিগুলো ভীড় করে এল আঙিনায়
-
এফ, আই , জুয়েল # অনেক সুনদর----খুব ভাল লাগলো । আরো রস দিয়ে লেখা দরকার ।।ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২৯ ফেব্রুয়ারী, ২০১২
-
আহমাদ মুকুল মুগ্ধতা ছড়ালো। অনেকবার পড়তে হবে।ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২৯ ফেব্রুয়ারী, ২০১২
-
রনীল অনুভুতিতে নাড়া দেবার মত ভাষা... অনেক সুন্দর... ত্রিশঙ্কু শব্দের মানেটা কি?ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২৯ ফেব্রুয়ারী, ২০১২
-
সালেহ মাহমুদ পান্না ভাই, মুগ্ধতা রেখে গেলাম।ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২ মার্চ, ২০১২
