এসোনা বৃষ্টিতে ভিজি

আহমেদ সাবের
১৬ জুলাই,২০১২

এসোনা বৃষ্টিতে ভিজি

 

আহমেদ সাবের

 

 

এসোনা বৃষ্টিতে ভিজি, জলে ভেজা পাখীদের মতো

অথবা মরালগ্রীবা শাপলার মত, শ্রাবন বাতাসে দুলি কাঁচরঙ্গা ঝিলে -

যেখানে কাজল কালো আকাশের রঙ, সবুজ সবুজে মিশে

বর্ষার বৃষ্টিতে ধুয়ে নীলে নীল হয়।

 

অথবা এসোনা খেলি লুকোচুরি খেলা - ভোরের কদমে।

যদিবা হলুদ হলে, আমি নিয়ে শঙ্খের রঙ,

মিলে মিশে গলে যাব কদম পরাগে -

যেমন রঙ্গেরা মিশে একে একে আকাশের বিশাল ধনুকে।

 

এসোনা বৃষ্টিতে ভিজি, ধানক্ষেতে শুয়ে থাকা নদীদের মতো

অথবা নদীর বুকে পাল তোলা নৌকাদের মতো

চলো যাই, মিশে যাই, স্রোত হয়ে নদীর জোয়ারে

কিংবা নোয়াই মাথা ফুল হয়ে নীল জল ভারে।

 

তুমি যদি পাশে থাকো আমার গন্তব্য বলে কিছু নেই -

আমিও সাহসী হয়ে দুরদেশী পাখীদের মতো

নিরুদ্দেশ হতে পারি ছাই-রঙ্গা আকাশের বুকে

অথবা মিলাতে পারি বিন্দু হয়ে নিসর্গ গভীরে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নৈশতরী আপনার মনের জোর আমাদের উজ্জীবিত করবে, সুভ্কামনা রইলো ভালো থাকার,
আহমেদ সাবের ধন্যবাদ নৈশতরী । আপনার জন্যও শুভকামনা থাকল।
Lutful Bari Panna এমন একটা কবিতা এতক্ষণ চোখে পড়েনি। কী দারুণ ছন্দময় লেখা। পুরো ওলটপালট করে দিচ্ছে ভেতরটা। ছন্দের রেশটা থেকেই যাচ্ছে, থেকেই যাচ্ছে... দুর্দান্ত, দূরন্ত লেখা... সাবের ভাই।
আহমেদ সাবের ধন্যবাদ পান্না , তোমার উদার মন্তব্যের জন্য।
আবু ওয়াফা মোঃ মুফতি এমন করে বললে হাত রেখে হাতে, ললনা কি পারে না ভিজে বৃষ্টিতে!---চমত্কার, সবের ভাই|
আহমেদ সাবের ধন্যবাদ আবু ওয়াফা মোঃ মুফতি
জসীম উদ্দীন মুহম্মদ এসোনা বৃষ্টিতে ভিজি, ধানক্ষেতে শুয়ে থাকা নদীদের মতো অথবা নদীর বুকে পাল তোলা নৌকাদের মতো চলো যাই, মিশে যাই, স্রোত হয়ে নদীর জোয়ারে কিংবা নোয়াই মাথা ফুল হয়ে নীল জল ভারে। --------- কথার শিল্পে মোহিত হলাম । ধন্যবাদ কবি ।
আহমেদ সাবের ধন্যবাদ জসীম উদ্দীন মুহম্মদ

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

ফেব্রুয়ারী ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i