নাইম ইসলাম: পান্না ভাইকে আবার পেলাম বর্তমান সংখা হতে সাথে লেখাও দিয়েছেন, ভালো লেগেছে ! এই সংখায় আপনি লেখা দেননি, আজ আপনাকে দেখলাম ! আপনার ফিরে আসার জন্য খুব ভালো লাগছে সাথে আপনার লেখা থাকলে ভালো লাগাটা সম্পূর্ণ হতো সাবের ভাই |
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন-এর চাই উপর আহমেদ সাবের কমেন্ট করেছেঃ দারুণ লিখেছেন ওয়াহিদ ভাই। যুদ্ধ দিনের চিত্রগুলো চোখের উপর ভেসে উঠলো। আর "স্বাধীনতা জিনিসটা কী " সেটা বোধহয় আমরা বুঝে উঠলে পারিনি। স্বাধীনতা আমাদের কাছে অন্ধের হস্তি দর্শনের মতো। শুভেচ্ছা জানবেন।
নাজনীন পলি-এর নারী হয়ে ওঠা ভ্রূণের গল্প উপর আহমেদ সাবের কমেন্ট করেছেঃ সুন্দর গল্প। বাস্তব হলেও নারীবাদী লেখা এবং প্রচলিত থিম। সময় পাননি বুঝাই যাচ্ছে কিছু সাধারণ বানান ভুল দেখে। ভালো লাগলো গল্প।
অদিতি ভট্টাচার্য্য-এর অপরাধ উপর আহমেদ সাবের কমেন্ট করেছেঃ গড্ডালিকা প্রবাহের বাইরে অন্য রকম স্বাধীনতার চমৎকার একটা গল্প। প্রাঞ্জল লেখা। বেশ ভালো লাগলো।
এনামুল হক টগর-এর বাবার চিঠি উপর আহমেদ সাবের কমেন্ট করেছেঃ লক্ষ মোহর আলীর ত্যাগে পাওয়া বাংলাদেশ। আমরা যেন তাদের ভুলে না যাই। ছেলের শিক্ষকের কাছে লেখা আব্রাহাম লিংকন 'এর চিঠির উল্লেখ শিক্ষামূলক এবং প্রশংসাযোগ্য। বেশ ভালো লাগলো গল্প।
এফ, আই , জুয়েল-এর সরল ভাবনা উপর আহমেদ সাবের কমেন্ট করেছেঃ "মীরজাফরের নেতৃত্বে অতি সেয়ানা অমাত্যবর্গের ষড়যন্ত্রের ফলে নবাব সিরাজ দিশেহারা হয়ে পড়েন" - অন্য মঞ্চ, একই নাটক চলছে যুগের পর যুগ। আশা শুধু মরীচিকা। অসাধারণ বক্তব্যের চমৎকার একটা লেখা (গল্প বললাম না )।
মো. রহমত উল্লাহ্-এর অসমাপ্ত যুদ্ধ উপর আহমেদ সাবের কমেন্ট করেছেঃ আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিনগুলোর চমৎকার গল্প। দুঃখ নিজামের মতো শয়তানরা আজও স্বাধীন বাংলাদেশে বেঁচে আছে, অত্যাচার করছে রবিউলদের উপর।
আমার কথা
রুগ্ন, নিরন্ন জন হাত ধরে একটা অন্যের,
দুর্বল পাঁজরে ধরে,পরাক্রমী আঘাত বন্যের।
বিশাল প্রবাহ হয়,বিন্দু বিন্দু জলের ফোটায় –
তেমনি বুকের মাঝে প্রতিরোধ আগুন ছোটায়।
আগুনেরা স্রোত হয়,রূপ নেয় বিশাল বন্যায়,
ভাঙ্গে সব প্রতিরোধ,সব বাধা,সকল অন্যায়।
মন্তব্য করুন