আমি পৃথিবীর ছেলে

আহমেদ সাবের
২৬ এপ্রিল,২০১২

সবাই আশা করি "প্রিয়ার চাহনি" সংখ্যার লেখা জমা দিয়ে ফ্রি হয়ে গেছেন। জাতিতে জাতিতে হানাহানির এই বিপন্ন বিশ্বে বিশ্ব মানবতার প্রতি উৎসর্গ একটা সামান্য নিবেদন এখানে দিলাম। কবিতাটা থেকে গান হয়েছে। গেয়েছেন রঞ্জিত দাশ আর সুর করেছেন আতিক হেলাল। লিঙ্ক http://www.youtube.com/watch?v=57dfuNXfsZ8

 

আমি পৃথিবীর ছেলে

 

আহমেদ সাবের

 

জন্ম আমার লোহিত সাগরে, প্রভাতে ছিলাম এপোলোর ঘরে,

দুপুরের রোদে হেটে চলি আমি মরুভূমি সাহারায়।

আমি পৃথিবীর ছেলে পৃথিবীতে চলি, পৃথিবীর ধুলো গায়।

 

বিকেলের রোদে আইফেল হয়ে, রংধনু বেয়ে পৌঁছি হিমালয়ে

সন্ধ্যায় ভিড়ি গঙ্গার তীরে, ধীরে ধীরে মৃদু পায়।

রাত্রি নিশীথে যাই ব্যাবিলনে, আসর বসাই তারাদের সনে,

পিরামিড মুলে ধুসর বালুতে, নাইলের মোহনায়।

 

কখনোবা উঠি চীনের প্রাচীরে, গ্র্যান্ড ক্যানিয়নে যাই ঘুরে ফিরে

মাঝ খানে থামি সুন্দর বনে, শ্যামলের বন ছায়

জলের প্রপাতে ভাসায়ে নিজেরে, বন্দর হাটে, জনতার ভিড়ে

অবশেষে থামি পাখীদের নীড়ে, সাগরের কিনারায়।

 

তীর্থে তীর্থে চলেছি ভ্রমণে, বোধি বৃক্ষটি কভু পড়ে মনে,

ভ্যাটিকান ঘুরে আরবেও যাই, যদি মোর মন চায়।

একই পিতার সন্তান সবে, এত রেষারেষি রয় কেন তবে;

ভাইয়ের রক্ত ভাই কেন নেয়, স্রষ্টার অছিলায়?

 

মানব দুঃখে দুঃখ আমার, তুলে নিতে চাই সকলের ভার।

যদি মন চায় চিঠি লিখো মোরে পৃথিবীর ঠিকানায়।

আমি পৃথিবীর ছেলে পৃথিবীতে চলি, পৃথিবীর ধুলো গায়।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna গানটা খুব ভাল লাগল সাবের ভাই। কথাগুলো দেখে মুকুল ভাইর মত আমারো সেই গানটা মনে পড়ে গেল, 'আমি এক যাযাবর...'
রুদ্র ইসলাম মানব দুঃখে দুঃখ আমার, তুলে নিতে চাই সকলের ভার। যদি মন চায় চিঠি লিখো মোরে পৃথিবীর ঠিকানায়। আমি পৃথিবীর ছেলে পৃথিবীতে চলি, পৃথিবীর ধুলো গায়। ........................................................ ভয়ংকর সুন্দর
আহমেদ সাবের ধন্যবাদ রুদ্র ইসলাম । কবিতাটা আপনার ভাল লাগল জেনে খুশী হলাম।
খোন্দকার শাহিদুল হক ইশ, আমি যদি গায়ক হতাম আর মিষ্টি গলায় গাইতে পারতাম তবে নিশ্চয় গাইতাম। সাবের ভাই শ্রদ্ধা রইল।
আহমেদ সাবের ধন্যবাদ খোন্দকার শাহিদুল হক ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি নিজেও গাইতে পারি না। তবে, গায়কদের শ্রদ্ধা করি। ভাল থাকবেন।
খোন্দকার শাহিদুল হক এক কথায় অসাধারণ হয়েছে। খুব ভাল লাগল। মনটা ভরে গেল। আপনার চিন্তা চেতনা আর এই সুন্দর লেখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন আর শুভকামনা জানাচ্ছি। ভাল থাকবেন।
আবু ওয়াফা মোঃ মুফতি গানের কথা মন ছুঁয়ে গেল|
আহমেদ সাবের ধন্যবাদ আবু ওয়াফা মোঃ মুফতি ভাই।
আহমাদ মুকুল গানটি শুনলাম। দারুন সুন্দর।
আহমাদ মুকুল সাবের ভাই, লিংকটা কপি হচ্ছে না। আড্ডার পাতায় আবার দিন তো। চেয়েছিলাম গানটি শুনে এসে মন্তব্য করবো। দেরী সইলো না।...একটু আগে এক মন্তব্যে মনটি তরল হয়ে ছিল। আপনার কবিতা/গানে পুরোপুরি দ্রবীভূত অবস্থা। প্রয়াত ভূপেন হাজারিকা’র সেই গানটি মনে পড়লো.....গঙ্গা থেকে মিসিসিপি হয়ে ভল্গার রূপ দেখেছি.......
আহমেদ সাবের ভাইজান, আপনার মন্তব্যে আমারও দ্রবীভূত অবস্থা। লিঙ্কটা কপি করে পেষ্ট করুন।

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i