সালেহ মাহমুদ 'এর কবিতায় “হাইঞ্জার” শব্দটির ব্যাবহার দেখে মনে পড়ল, আঞ্চলিক ভাষার শব্দ ব্যাবহারে আমারও কয়েকটা কবিতা আছে। তারই একটি ............ । শব্দার্থ এখন দিলাম না, পরে ব্লগে দিয়ে দেব। দেখি, কতজন কবিতাটা বুঝতে পারেন।
বিপদ
আহমেদ সাবের
একটি নোয়াখালী ভাষার কবিতা
মিয়া বাই-র মাইজ্জা হোলা গেছেগোই গোল্লায়
ঘরে হান্দাই হেতেরে কাম্বাইছে বল্লায়
কাম্বড় খাই বান্দর হোলা গাজ্জোরে চিল্লায়
হেতের মা আইঞ্ছে হানি হিতইল্যা ঠিল্লায়
হেরের বু-জান কানে ধরি টানি হেতেরে আনি
বদনা দি ঠেঙ্গের উ-রে ঢালে ঠান্ডা হানি।
ছোড মাইয়্যা বইছে খাইতো কোয়ালে তার ঝাঁডা
হাইজ্জিন্যার আন্দারে হেতির গলায় বিন্দে কাঁডা
কাঁডা ত আর যা তা নয়, কই মাছের কাঁডা
কাঁডার ঘাইয়ে অইলো মাইয়্যার জীবনটাই খাডা
শুলের চোডে কান্দি মাইয়্যা চাইদর বরাইছে
মাইয়্যার মা কান্দন দে-ই বউৎ ডরাইছে।
বেক্কে মিলি চিল্লাই কয়, দইল্যে বিলাইর বইর
যাইবো কাঁডা, খুঞ্জ বিলাই, খুঞ্জ নীচে চইর
চিল্লানীর চোঁডে বিলাই হাল দি উডে গাছে
হেই রঙ্গে কুটনা বু-ই তিরিং বিরিং নাচে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।