তালির শব্দ থেমেছে, পোস্টার ঝুলে আছে
শুষ্ক বাতাসে, একদিন যে নামে জেগেছিল রাজপথ,
আজ সেখানে নীরবতা বাজে তরল বলবৎ।
আমি সেই নেতা, অধম্য, ব্যানারে ছিল মুখ
বক্তৃতায় ছিল আগুন, চোখে বিপ্লবের সুখ
কিন্তু ক্ষমতার কাঁচঘরে, চশমা ঝাপসা হয়ে গেল,
স্বপ্নগুলো ফাইলের ভাঁজে নিঃশব্দে পুড়ে গেল।
সিংহাসন মানেই কেবল শুধু নয় শাসন,
পিছনে থাকে ষড়যন্ত্রের অগণিত শ্বাস বপন,
বন্ধুরা শত্রু হয় রাতারাতি, ক্ষমতার লোভে
আর হাততালির নিচে লুকায় বিশ্বাসঘাতকতা ক্ষোভে।
আমাকে যারা উঠিয়েছিল মঞ্চে,
আজ তারাই কানে ফিসফিস করে:
“সময় হয়েছে, নেমে যা চুপচাপ।”
তাই আজ আমি বলি—আমার পদত্যাগ!
তোমরা শোনো—কোনো পরাজয় নয়, এক উচ্চারণে,
যেখানে নীতির শেষ চিঠি লেখা হয় রক্ত দিয়ে,
আমি পদ ছাড়ি, হাসি মুখে বিপদ না বাড়িয়ে,
কারণ ইতিহাসে থেকেও আমি ইতিহাস লিখিনি,
আমি ভেবেছিলাম মানুষ, ওরা চেয়েছে ভোট।
আমার চলে যাওয়া কারও জয়ের ঢাক না হোক,
কারণ মঞ্চ ফাঁকা হলেও, ছায়া পড়ে থাকবে দেয়ালে।
আজকের পদত্যাগ, আগামী কালের প্রশ্ন হবে—
কে ছিলো আসল? কার ছিলো অভিনয়?
পদত্যাগ মানে পালানো নয়, নয় কোনো পরাজয়,
এ তো এক আত্মসম্মান, যেখানে বিবেকের জয়।
নতুন কারো হাতে থাক এই ভান্ডারের যাত্রার হাল,
আমার গল্প ফুরালো আজ, তবু নয় অন্তিমকাল।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সিংহাসন মানেই কেবল শুধু নয় শাসন,
পিছনে থাকে ষড়যন্ত্রের অগণিত শ্বাস বপন,
বন্ধুরা শত্রু হয় রাতারাতি, ক্ষমতার লোভে
আর হাততালির নিচে লুকায় বিশ্বাসঘাতকতা ক্ষোভে।
“সময় হয়েছে, নেমে যা চুপচাপ।”
তাই আজ আমি বলি—আমার পদত্যাগ!
২২ জুলাই - ২০২৩
গল্প/কবিতা:
২৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫