রাত্রি এখন মাঝামাঝি পর্যায়ে এসে পড়েছে, অনেক দূর থেকে একদঙ্গল শেয়ালের চিৎকার ভেসে আসছে থেমে-থেমে এবং তার সঙ্গে গৃহস্থবাড়ির কুকুরগুলোও কেমন বির্ভষভাবে টানাটানা ডেকে যাচ্ছে, কুকুরের এমন ক্রন্দনরত চিৎকার সমস্ত গ্রামটাকে স্থির এবং শংকাগ্রন্থ করে তোলে। কোনো ওমন...
চৈত্রের ঝলসানো রোদে গম ক্ষেতের শীষ পাকাটি যেন, বাদামী রঙের চৈত্রের রোদ খেলা করছে ঝিকমিকিয়ে। মাটি বেশ ফাটা-ফাটা, কোথাও বা টনটনে সমতল। আরো ক’ দিন পরই গম কাটা হবে। মাথার ওপর রোদের তীব্র ঝাঁঝঁ ছড়িয়ে যাচ্ছে নীল ওই বিশাল আসমান। চারদিক থেকে হু-হু করে বাতাস এসে ব...
রুহুল আমীন রাজু
.........।আর কি চাওয়ার আছে সময়ের কাছে, পুতুল তো বিহঙ্গ নয় যে ছুটে যাবে, দেখবে যুদ্ধ-যুদ্ধ খেলা, যা অহনিশি হয়ে থাকে। বেশ ভাল লাগলো গল্পটি । শুভেচ্ছা রইল। আমার পাতায় আমন্ত্রন রইল ।
ফুটপাতের জনস্রোতের ভেতর দিয়ে ফটিক এখন ছুটছে, এতো মানুষ শহরময়, শহরটা যেন হাঙর, পারে তো একেবারে গিলে খেয়ে তৃপ্তি মেটায়, কিন্তু খাচ্ছে কই, তাই তো মানুষ শুধু বাড়ছে, কতো যে মানুষ এ’ শহরে কে বা বলতে পারে, মানুষের পদভারে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে দানবের মতো শহরটার শ...
মন্তব্য করুন