আমার কথা
নিজের সম্পর্কে কিছু বলা সব সময়ই কঠিন একটি কাজ..আমি কি চাই , আমার স্বপ্ন কি , আমার দুর্বলতা কি - এগুলো অল্প কথায় গুছিয়ে লেখা কঠিন এবং কষ্টকর । তাছাড়া আমি নিজেকে বর্ণনা করতে গেলে তা শতভাগ নির্ভূল না হবার সম্ভাবনাই বেশি কেননা আমার সব দোষ গুন সম্পর্কে আমি অবহতি নই । আবার , আমি হয়তো আমার কিছু দোষকে এড়িয়ে যেতে পারি এবং কিছু গুনকে বাড়িয়ে বলতে পারি । এই কাজটি আমার চেয়ে ভালো পারবে আমার আশেপাশে থাকা কেউ ।