বন্ধু
৯২ জন
দুপুরে ভাতের থালায় ক্ষুধার্ত অবস্থায় মরে যাওয়া নীল মাছিটিকে আমিই খুন করেছি! কেননা, দুপুরের নিস্তব্ধতা ভেদ করে তুমুল
এই মীনহার স্ট্রীট সোজা চলে গেছে,মিল্কিওয়ে পেরিয়ে ..অণু- পরমাণু জন্ম নিচ্ছে
এখানে হাওয়া গোসল করে , আহার করে -
রঙের এমন তীব্রতা, চোখ বন্ধ হয়ে আসতে চায় নেমেছিল রঙ অন্ধকারের উপর তেমনি; রাত
ছায়া সংসার , এই তেঁতুল বিচি দিন বেচে খাই জোনাক পোকার ঋণ ;
বুকের ভেতর সবুজ তৃণ আছড়ে পড়ে আকাশ,
চিবুকের আদলে মফস্বলের মায়া মাখা তরুণীক্রমশ নাগরিক যাত্রায় খুব ক্লান্ত অথচ
প্রতিদিন খুব ভোরে সাদেক সাহেবের ঘুম ভাঙে। আজ দেরি হয়ে গেছে। বেড়ার ফাঁক গলে সাপের ফণার মতো চিকন সূর্যরশ্মি মুখের উপর
তার চোখ হোয়াইট বোর্ডের আঁকিবুঁকিতেঅথচ সে আমায় দেখে।
প্রাপ্তির অমৃতে আজ বসবাস তৃষ্ণাহীন শূন্যতায়আটপৌরে সান্নিধ্যে জলে আর ঢেউ ওঠে না-
২০.০৩.২০১২ আমি প্রেমে পড়েছি
জার্নি কি এক ধরনের টাইমমেশিন?যা কেবল অতীতে টেনে নিয়ে যায়?নাকি আচ্ছন্নতা,স্মৃতিমেদুর করে তোলা মায়া!নাহ্,এইসব আলতো শব্দ দীর্ঘভ্রমণে
রাতগুলো ক্লান্ত হয় হেলে পড়ে আঁধারের নিশ্ছিদ্র উঠোনেকেবলই মায়ার টানে
অগ্রহায়নে বিলের ধান কাটা শেষ।খালি ধু ধু মাঠ চারিদিকে। অহি বাড়িতে নেই। উঠোনে খড়ের গাদার
বিকেল চারটা বাজার সাথে সাথেই পারমিতার চায়ের তৃষ্ণা পেয়ে যায়। আজকেও এর ব্যতিক্রম হলো না। এবার নিউইয়র্কে বেশ ঠান্ডা পড়ার কথা
জন্মেই হাঁটতে শিখে কেউ, কেউবা ডানা ঝাপটানো, সাঁতার আমার পুরো আঠার মাস অতঃপর মাটি আর ঘাস, বসবাস-
আমার যাপিত জীবন কোনো রকম ভাঙা চোরা রাজপথের মতন, কখনও কখনও ইট সুরকির সাথে
মন্তব্য করুন