যে দিন গেছে আমাদের অশ্লীলতায়,
কিছুটা ছিল পরিচিত, কিছুটা অজানায়
ভেসে গেছে কালকের কোনঠাসা মর্মরে,
বুঝি আনমনে, কি করে আমায় রেখেছো ধরে?
যে দিন গেছে আমাদের অশ্লীলতায়,
কিছুটা ছিল পরিচিত, কিছুটা অজানায়
ভেসে গেছে কালকের কোনঠাসা মর্মরে,
বুঝি আনমনে, কি করে আমায় রেখেছো ধরে?
আমার কাছে অশ্লীল মনে তবে তারে হত,
কথায় কথায় গালি দেয়া অভ্যাস পরিণত।
আমার কাছে অশ্লীল মনে তবে পরে তরে,
নিজের মূল্য লেলিহানে তথায় বিলি করে।
আমি নিস্পাপ শিশু,
আমি বুঝি নাকো কিছু।
তোমার ওই আর চোখে চাওয়া,
আলতো ছুঁয়ে দেওয়া।
লেনদেনের হিসেব চুকিয়ে
স্নান করে কমলা সময়ে;
দিন শেষে আকাশ বুঝে নেয় অন্ধকার;
তুলে নেয় ঋণ খেলাপি’র নতুন ভার।
আলোর আশায় রাত্রির বুকে-
ভালোবাসায় ধাক্কা খেতে খেতে
শেষ পর্যন্ত এসে পৌঁছেছি ভালোবাসার দোকানে,
তবে কিনতে নয় বেচতে।
আজ আমি শরীরের ফেরিওয়ালা।
তোমায় নিয়ে দেখে ছিলাম
এক আকাশ নীল স্বপ্ন।
পড়ে কি মনে পাপড়ি গোনার দিন,
তোমার গোলাপ বন?
উতাল হাওয়া, পাতার শিহরণ?
একলা বেলার খরস্রোতা নদী –
চক্রাবর্তে তলিয়ে যাওয়া নাও?
সূর্যালোকে সৎকাজে যাকে
লাগে গগনের নীল,
আধার এলে সে যে হয়
পরিণত অশ্লীল।
হিম দৃষ্টিতে নাঙ্গা কৃষ্ণচূড়া,
মরা শাখে ঝোলে বুড়ি চাঁদ।
বেনীগেথে বুনো চুলে,
হাত ছানি দিয়ে নেমে যায় শিশিরের জলে।
সড়কে চাকায় পিষ্ট হয়ে
মানুষের শরীর বয়ে
টগবগিয়ে খুন ভাসে,
হত্যা-সুখের উল্লাসে
ঘাতকের চকচকিয়ে চোখ হাসে,