পড়শ মাখা মুখটি তোমার, হঠাৎ তোমার হাসি
রিনঝিন ছন্দে ছড়িয়ে পড়ে।
বহু দিন দেখি না তোমায়,
আমার এই তৃষিত নয়নে।
দ্বিধার কবিতা কি? দ্বিধার কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, দ্বিধা কি? দ্বিধা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দ্বিমত, সংশয়। কিন্তু 'দ্বিধা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অপছন্দ করলেও, জীবনে অসংখ্যবার দ্বিধার মুখোমুখি হতে হয়। স্টপওয়াচ টিকটিক করে শেষ মুহূর্তের দিকে এগিয়ে যেতে থাকে, ভয়ার্ত চেহারায় ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয় কিন্তু ঠিক অপশন কোনটা তা বুঝে উঠা যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত কোনোটাই ছাড়তে মন চায় না, সব ধরে রাখতে চায় হাতের মুঠোয়, ভাবি বিপদ কাটিয়ে উঠা যাবে, শেষ মুহূর্তে ‘মিরাকিউলাস’ কিছু একটা হবে। কিন্তু শেষ অবধি, বেশিরভাগ ক্ষেত্রেই সব ছাড়তে হয় এবং ছেড়ে লাভ হয় না। দ্বিধা দোষের কিছু না, কিন্তু মাঝে মাঝে এ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়! মানব জীবনের সাথে জড়িয়ে আছে দ্বিধা - এ জন্য হয়ত, দ্বিধা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের দ্বিধার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
পড়শ মাখা মুখটি তোমারNadira Akterঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ -
কবিতা
দ্বিধাশাহীন মাহমুদঘৃণা, সেপ্টেম্বর ২০১৬আলো আসছেনা
জানালায় আঁধার জমে আছে,
ভালো লাগছেনা
দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, -
কবিতা
দ্বিধাহীন গোলাপশাহ আজিজঘৃণা, সেপ্টেম্বর ২০১৬গোলাপ হাতে নিয়ে পা দুটো কাঁপছে
ঠিক কি বাক্য করে ব্যয় তুলে দেব তোমায়
প্রত্যাখ্যানের আছে ভয়, কম্পিত হৃদয়
যদি ওঠো চিৎকার করে অসভ্য কোথাকার! -
কবিতা
দ্বিধান্বিতচন্দ্রমল্লিকা সেনঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ধরণীর বুকে দ্বিধান্বিত আমি হে আমার প্রভু
নরকের দেখা পাই শুধু স্বর্গের দেখা নাই কভু। -
কবিতা
ভালোবাসি নাআবু সাঈদ সুইটঘৃণা, সেপ্টেম্বর ২০১৬যাহা বলিব, সত্য বলিব
মিথ্য বলিব না
তোমাকে যে আর ভালোবাসি না -
কবিতা
বৃষ্টিতে হারিয়েছে রাখীআকেল হায়দারঘৃণা, সেপ্টেম্বর ২০১৬নীল টিপ,কৃষ্ণচূড়া আর লাল পাড়ের শাড়িতে
একটি রোদেলা আকাশী দিন খোঁপায় গুঁজে
যদি কড়া নাড়ো সন্তর্পণে; দরজার ওপাশে-
অথবা নির্বিকার চোখে এসে দাড়াও সম্মুখে
কিছুই বলার থাকবেনা সেদিন দুষ্প্রাপ্য সুখে । -
কবিতা
দ্বিধাকনিকা রহমানঘৃণা, সেপ্টেম্বর ২০১৬আমার ভাবনারা ক্রমাগত ঘুরপাক খায়
তারা ধার ধারেনা আমার, শুধুই ভাবায়
আর আমাকে নিক্ষেপ করে দ্বিধায়! -
কবিতা
সকাল সাঁঝে তোর কথাটি পড়ছে মনে,কে এম শরিফুলঘৃণা, সেপ্টেম্বর ২০১৬সকাল সাঁঝে তোর কথাটি পড়ছে মনে,
তোকেই আমি চাইছি আরো সঙ্গোপনে। -
কবিতা
মন দোলারীতা রায় মিঠুঘৃণা, সেপ্টেম্বর ২০১৬প্রথম দিনের কথা, কী এক ঘোরলাগা দৃষ্টিতে
আমার চোখ বরাবর তাকিয়েছিলে-
আমি কি মৃদু কেঁপে উঠেছিলাম
হয়তো হ্যাঁ হয়তো বা না! -
কবিতা
শূন্যতার হাতজলধারা মোহনাঘৃণা, সেপ্টেম্বর ২০১৬সেই কবেকার কথা..
তুমি ছুঁয়েছিলে শূন্যতার হাত!
এখন তোমার দেহে বসন্তের ঘ্রাণ, -
কবিতা
এতিমের সৃষ্টিকর্তাখালিদ মোশারফঘৃণা, সেপ্টেম্বর ২০১৬থাকি পিঁপড়াদের দেশে
শুধু কামড়ায় মানুষ পিঁপড়ারা
আগুনের ভগ্নস্তুপে
পাথরের আড়ালের -
কবিতা
চুপকথার ধূপছায়াজালাল উদ্দিন মুহম্মদঘৃণা, সেপ্টেম্বর ২০১৬স্পষ্ট করেই বলতে ইচ্ছে করে তুমি
একফুটো জলের শিশির, অবোধ বালিকা
আবার এও মনে হয়, কুয়াশাঘেরা জীবনের
সর্ষেবাঁকে তুমি আইবুড়ো এক দিপিকা ;
কানের কাছে জলপতনের সুড়সুড়ি -
কবিতা
শুনো প্রিয়এই মেঘ এই রোদ্দুরঘৃণা, সেপ্টেম্বর ২০১৬শুনো প্রিয়, চাইলেই ছেড়ে চলে যাওয়া যায় না
কত যুগ ধরে মুখোমুখি বসে আছি
ব্যথার নদীর উথাল পাথাল ঢেউয়ের মাঝে,
কত নৌকা ছলাৎ ছলাৎ করে ভেসে গেলো -
কবিতা
সাধনার বাহিরে থাকতে চাইআবু সাহেদ সরকারঘৃণা, সেপ্টেম্বর ২০১৬আ-হা-হা, আমি একোন সভ্যতায় পা রেখেছি ?
জন্মের কোল ঘেষে বেয়ে চলেছে দ্বিধা আর অজস্র মৃত্যুর ধোঁয়া
বারবার ফিরে পেতে চাই এক নতুন অধ্যায়।
আ-হা-হা, বড়ই অনুতাপে জড়িয়ে রেখেছি নিজেকে
কাঁদলেও আর অশ্রু চোখে ভেড়ে না, -
কবিতা
কি প্রচণ্ড অসহায় আমিমাঝিঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ধরণী ধর মোরে আমি অতলের পথে”!
আমি স্বল্পতার সুখে মুগ্ধ হয়ে যাই।
আমি জীবনের ভিড়ে জীবন ভুলে যাই।
আমাকে স্বান্ত্যনা দেয় দাঁড়কাকটির মৃদু ক্রন্দন।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫
এ যাবত
প্রতি মাসেই পুরস্কার
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
