অক্ষ নিরক্ষ

নতুন (এপ্রিল ২০১২)

মারুফ মুস্তাফা আযাদ
  • ১৩
  • ৪০
একটা মানচিত্র চাই, একটা নতুন মানচিত্র;
যাতে থাকবেনা কোনো সীমানার আঁকিবুকি, থাকবেনা কোনো গোত্র।
একটা ভূখন্ড চাই, নতুন দেশের ভূখন্ড;
যেখানে থাকবেনা কোনো লোক ভেদাভেদ, থাকবেনা কোনো দ্বন্দ্ব।

হতে কি পারেনা এমন মুলুক, এমন কোনো রাষ্ট্র?
থাকবেনা যেথা হানাহানি আর থাকবেনা কোনো অস্ত্র।
মানচিত্রের সারহাদ নিয়ে করছে মানুষে মানুষ খুন;
উঠছে বেড়া ঘরেরই মাঝে, ধরছে ভালোবাসায় ঘুণ।
করছে দখল ভূখন্ড সব একজন থেকে আরেকজনে;
সত্যের ঘরে দিচ্ছে তালা, মিথ্যাকে সব সত্য মেনে।
হত্যা করেছ পুত্র মম, আমিও হেনেছি মরণাঘাত;
বাঁচাতে গিয়ে প্রানটি তোমার পিতৃ করেছে জীবনপাত।
লাভ কি হল এসব করে? শান্তিদেবী কি দিয়েছে ধরা?
শংকার ফাঁস গলে পরে দেখ, হেঁটে যায় যত ঘাটের মড়া।
আমি আমি করে আর কতকাল আমিত্ব জাহির করতে গিয়ে,
পরস্পরে আঘাত হেনে চিরনিদ্রায় পরবে শুয়ে।
জাতিবাদ নিয়ে দলাদলি আর স্বার্থের তরে গলাগলি,
মোলাকাত করে করে’ ফুল নিয়ে, আস্তিনে রাখে ভোজালি।
কলুষিত্ হল ধরিত্রী আর শান্তির হল রক্তপাত,
ভ্রাতৃমধ্যে লাগল কোঁদল, পুত্রে পিতায় মুন্ডপাত।
ধ্বংসযজ্ঞী জুতছে এসে, উঠছে যেন মাটি ফুঁড়ে;
বুদ্ধি বিবেক দুমড়ে মুচড়ে ছুঁড়ছে ফেলে আস্তাকুঁড়ে।
মানচিত্রের আঁকিবুকি আর কাঁটাতার ঘেরা চলছে বেড়ে,
মানুষ মানুষে বাঁধছে লড়াই, পরস্পরে আসছে তেড়ে।

তাই তো বলছি ভাই,
একটা মানচিত্র চাই, একটা নতুন মানচিত্র;
যাতে থাকবেনা কোনো সীমানার আঁকিবুকি, থাকবেনা কোনো গোত্র।
একটা ভূখন্ড চাই, নতুন দেশের ভূখন্ড;
যেখানে থাকবেনা কোনো লোক ভেদাভেদ, থাকবেনা কোনো দ্বন্দ্ব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহ্‌নাজ আক্তার একদিন হয়ত সেই দিনটি আসবে ,, যেদিন কোনো ভেদাভেদ থাকবেনা , আমরাও স্বপ্ন দেখি আপনারই মত | খুব ভালো লাগলো আযাদ.........
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা।
জালাল উদ্দিন মুহম্মদ কলুষিত্ হল ধরিত্রী আর শান্তির হল রক্তপাত,/ ভ্রাতৃমধ্যে লাগল কোঁদল, পুত্রে পিতায় মুন্ডপাত।/ ধ্বংসযজ্ঞী জুতছে এসে, উঠছে যেন মাটি ফুঁড়ে;/ বুদ্ধি বিবেক দুমড়ে মুচড়ে ছুঁড়ছে ফেলে আস্তাকুঁড়ে। // সমসাময়িক অসংগতি সমূহ উঠে এসেছে প্রাঞ্জিল ভাষায়। আর পরিশেষে পবিত্র চিরন্তন আহ্ববান। ভাল লাগলো খুব। শুভকামনা কবি।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি খুব সুন্দর কবিতা বক্তব্য ভালো লাগল...আযাদ ভাই আপনাকে ধন্যবাদ....
আপনাকেও ধন্যবাদ জ্যোতি ভাই. কবিতাটা পড়ার জন্য.
সালেহ মাহমুদ অনেক ভালো আশা এবং স্বপ্নের কবিতা। কবির জন্য শুভ কামনা।
আপনাকেও ধন্যবাদ সালেহ ভাই.
আহমেদ সাবের ভীষণ ভাল লাগল কবিতাটা। আরও বেশী ভাল লাগল, কারণ একই থিম 'এ আমারও একটা কবিতা আছে - নাম "যাযাবর মানুষেরা"। কয়েকটা লাইন উদ্ধৃত করার লোভ সামলাতে পারলাম না। "সবুজ জমিন ছিল; তাতে কোন সীমানার চিহ্নও ছিল না। / পরাক্রম কতিপয় তাতে এঁকে দিল চৌষট্টি বর্গের ক্ষেত্র, / ঈশ্বর নীরবে শুধু দেখেই গেলেন - উচ্চবাচ্য ছাড়া"। আমিও আপনার মত "একটা মানচিত্র চাই, একটা নতুন মানচিত্র; / যাতে থাকবেনা কোনো সীমানার আঁকিবুকি, থাকবেনা কোনো গোত্র"। এমন একটা অসাধারণ কবিতায় পাঠক নেই দেখে ভীষণ কষ্ট লাগল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি তো নতুন, কেউ ভালোমত চেনেইনা- লেখা তো পড়বে পরে। হা হা হা... কষ্ট পাওয়ার কি আছে?
আপনার কবিতাটা কি গল্পকবিতায় পাবো?
এক সময় ব্লগে দিয়ে দেব।
Lutful Bari Panna বাহ সুন্দর একটা স্বপ্ন
পান্না ভাই, দোয়া করবেন স্বপ্ন যাতে সত্যি হয়।
আশিক বিন রহিম comot kar kobita kobi-k donnobad
আপনাকেও ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।
আরমান হায়দার ভাল লাগলো।
আরমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তানি হক তাই তো বলছি ভাই, একটা মানচিত্র চাই, একটা নতুন মানচিত্র; যাতে থাকবেনা কোনো সীমানার আঁকিবুকি, থাকবেনা কোনো গোত্র। একটা ভূখন্ড চাই, নতুন দেশের ভূখন্ড; যেখানে থাকবেনা কোনো লোক ভেদাভেদ, থাকবেনা কোনো দ্বন্দ্ব।...অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া !..অনেক সুভেচ্ছা জানাই
অনেক অনেক ধন্যবাদ আপু।
মোঃ আক্তারুজ্জামান জাতিবাদ নিয়ে দলাদলি আর স্বার্থের তরে গলাগলি- সময় উপযোগী এবং যথার্থ!

১৪ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪