ষষ্ঠ

অলিক (অক্টোবর ২০১৮)

Ahad Adnan
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৫.২
  • ১৪
একবার খুব ইচ্ছে হয়েছিল, কিছুটা লাভা ছু্ঁয়ে দেখি,
শেষ রাত্রে হয়ত খানিক লাভাস্নান।
ষষ্ঠ আমাকে বলেছিল আস্ত এক আগ্নেয়গিরি ডাকছে আমায়।
আমাজনের খুব গহীন কোন ভাঁজে,
উলঙ্গ সূর্য কিংবা নগ্ন দোপেয়ে শ্বাপদ যেখানে
অশ্লীল পদরেখা যায়নি একে আজও,
কৃমির মত জীবনটা যদি লেপ্টে যেত কুমারী দোআশে।
ষষ্ঠ হেসেছিল, এক আমাজন জাগছে অচিরেই।
কৃষ্ণপক্ষের ঘোরে যখন আমি আকাশ আর জল
গুলিয়ে ফেলি ভুলভাল,
ষষ্ঠ বলে আমি নাকি কোনদিন নিজেই নদী হতে পারি।
একটা বিশাল অজগর আমার গলা জাপটে ধরে,
আর চুম্বনের মত চুষে নেয় ফুসফুসের শেষ অক্সিজেন অণু,
ষষ্ঠ কানে কানে বলে জোছনা নামের অজগরটার সাথেই
আমার যাবজ্জীবন অসহনীয় সহবাস।

আমাজনের জঙ্ঘা বেয়ে উদ্ভট নদী আজও ছুটে মরে,
সোনালি মৎস্য নয়, বরং লিকলিকে পরজীবি
প্রসব করে চলে তার ঘোলা ঘোলা জল।
সেই জলে মগ্ন উর্ধমুখে আমি হাতে বিষাক্ত করবীর বীজের অঙ্কুরোদগম হৃদয় হাতে
শামের মত শুক্লপক্ষে লাভাস্নান করি।

(শাম পয়গম্বর নূহের সন্তান, মহাপ্লাবনের সময় যে পাহাড়ে বসে মাছ ধরে সূর্যতাপে শুকিয়ে খেত)।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর অনেক অভিনন্দন
মাইনুল ইসলাম আলিফ অনেক অনেক অভিনন্দন আদনান ভাই।
ধন্যবাদ!!!
Jamal Uddin Ahmed অনেক অভিনন্দন, ভাই।
ধন্যবাদ
রঙ পেন্সিল অভিনন্দন
ধন্যবাদ
Fahmida Bari Bipu অভিনন্দন জানবেন। অভিনন্দন জানাতে এসে কবিতা পড়ে গেলাম। খুব ভাল লাগল।
ধন্যবাদ
Lutful Bari Panna এই লেখাটা যখন থেকে চোখে পড়েছে তখনই মনে হয়েছে কিছু একটা করে ফেলবে। অভিনন্দন।
ধন্যবাদ
মোঃ নুরেআলম সিদ্দিকী অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ভাই
ধন্যবাদ
তানভীর আহমেদ শুভ কামনা
ধন্যবাদ
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতা।অনেক অনেক শুভ কামনা।ভোট রইল ।আসবেন আমার কবিতার পাতায়,আমন্ত্রণ রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রচন্ড অবসাদ, নিরাশা আর যন্ত্রনার সময় অবচেতন মন একের পর এক ভয়ংকর অলীক কল্পনার জাল বুনে। ইতর শ্রেণীর প্রানিদের কল্পনাশক্তি (যদি থেকে থাকে), আমরা যাকে অনুমান বলি, অনেক প্রখর হয়ে থাকে। হতাশার সাগরে নিমজ্জমান আমি নিজেকে তেমনি নিম্ন শ্রেণীর প্রানি বলে ভাবতে থাকি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় তখন জাগতে থাকে। এই ইন্দ্রিয় আমাকে অলীক সাগরে ডোবাতে থাকে। আমি ডুবতে ডুবতে একসময় মৃত্যুরও উর্ধ্বে চলে যাই। এই চিন্তা শুধুমাত্র অলীক কোন জগতেই সম্ভব।

২৩ সেপ্টেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ৪১ টি

সমন্বিত স্কোর

৫.২

বিচারক স্কোরঃ ৩.১ / ৭.০ পাঠক স্কোরঃ ২.১ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪