মহামানব

কোমল (এপ্রিল ২০১৮)

Rakibul Hassan
  • ১১
  • ৯৮
মনুষ্য করি ধরাপণ,
ওয়াদা-নীতিতে রাখিয়াছে বিশ্বাসের মান!
দায়িত্ব-কর্তব্যে অধার ন্যায়পরায়ণ।

আচারণি সম্মানে ভক্তি মেলে,
সকলির স্নহা-শ্রদ্ধাতলে-
অমৃত সুধাবাণী কাষ্ঠনালে;
তমণি আত্মা মরে নাহি কালান্তরে।

ধ্বংস দর্প, রাগে-হিংস্র হিংসা, লোভে-
কোমল হৃদাগারে নির্দয় নিন্দার অগ্নিকুন্ডলে।

কৌশলে সাধন-বিচক্ষণ জ্ঞান,
বিবেক-বুদ্ধি তাঁহারি ধ্যান।

ধৈর্য্যের মহিমাগুনি-ক্ষমায় দরদী ত্যাগী
পরের কল্যাণে সদা বিবাগী,
দুয়ারে ভিখারী যে, দাতাবীর কান্ডারী--
স্ব-হাস্যে বিলায় রত্নধন।

এই নশ্বর জগতে সেই মহিয়ান-
মিথ্যার সম্মুখে করে সত্যের বলিদান,
নিয়ে যাও সবে তাঁর সু-কর্মের অক্ষয়-অম্লান,
তাঁহাতেও হবে তোমাতে পরপারে মুক্তির বিধান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাঈম রেজা সত্তিই অধ্যাতিক কবি আপনি
ওয়াহিদ মামুন লাভলু সম্মান করলে আসলেই ভক্তি মেলে। দর্প ধবংস ডেকে আনে। আপনার কবিতাটি অনেক সুন্দর ও মূল্যবান। খুব ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
মাইনুল ইসলাম আলিফ এই নশ্বর জগতে সেই মহিয়ান- মিথ্যার সম্মুখে করে সত্যের বলিদান, নিয়ে যাও সবে তাঁর সু-কর্মের অক্ষয়-অম্লান, তাঁহাতেও হবে তোমাতে পরপারে মুক্তির বিধান। শুভ কামনা পছন্দ আর ভোট রইল।আমার কবিতার পাতায় আমন্ত্রণ জানিয়ে গেলাম।
আসবেন আমার পাতায়।
মোঃ আল আমিন পারভেজ কিছুটা পুরানো ধাচের তবে ভালো লাগল
সালসাবিলা নকি এই নশ্বর জগতে সেই মহিয়ান- মিথ্যার সম্মুখে করে সত্যের বলিদান, লাইন দুটি কী যথার্থ হয়েছে? ভোট ও পছন্দ রেখে গেলাম।
কাজল এই কবিতাটি বেশ ভাল লাগল। ভোট রইল। আসবেন আমার কবিতার পাতায়।
সাদিক ইসলাম কিছুটা পুরাতন স্টাইলে লেখা। তবু হৃদয় দিয়ে লেখা। ভোট ও শুভ কামনা গল্পে আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখায় বিদ্রোহের টান আছে। চলতে থাকুক কবি, শুভকামনা নিরন্তর
মামুনুর রশীদ ভূঁইয়া গতবারের ‘সুখের স্বর্গ’-এর তুলনায় বেশ ভালো হয়েছে। কবিতায় বিমোহিত কবি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। আসবেন আমার পাতায়।
ম নি র মো হা ম্ম দ এই নশ্বর জগতে সেই মহিয়ান- মিথ্যার সম্মুখে করে সত্যের বলিদান, নিয়ে যাও সবে তাঁর সু-কর্মের অক্ষয়-অম্লান, তাঁহাতেও হবে তোমাতে পরপারে মুক্তির বিধান। এই নশ্বর জগতে সেই মহিয়ান- মিথ্যার সম্মুখে করে সত্যের বলিদান, নিয়ে যাও সবে তাঁর সু-কর্মের অক্ষয়-অম্লান, তাঁহাতেও হবে তোমাতে পরপারে মুক্তির বিধান। প্রাণ কাড়া লাইন।। সময় করে আমার কবিতার পাতায়! ভোট দিয়ে গেলাম

০৪ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫