বন্ধু
৭ জন
অনুসরনকারী
১ জন
মনুষ্য করি ধরাপণ,ওয়াদা-নীতিতে রাখিয়াছে বিশ্বাসের মান!দায়িত্ব-কর্তব্যে অধার ন্যায়পরায়ণ।
পৃথিবীটা হইতো যদি এমনতররইতো সিমানা কারো মালিকানা অধিকারবিধাতার জমিনে সবে মোরা ভাগিদারনহে কেউ পর অধীন
ওকে আমি প্রথম যেদিন ঘরে এনেছিলাম তখন খুব কেঁদেছিলাম, কারন ওর মাঝে আমি আমার পূর্ণতা খুজেছিলাম। ওর নাম দিয়েছিলাম উমেদ । আমার স্বপ্নগুলোকে সত্যি করতে ওকে খুব প্রয়োজন ছিলো। তাই আমার শূণ্য ঘরে উমেদ আমার বন্ধু হয়ে এলে।
আমি এসেছি এতদূর!তোমার নিঃশ্বাসে মিশে যেতে চাই কিন্তু তোমার মাঝে শুধু আমার রঙ নাকি তোমার জল রঙে আমি হারাই !!
কোথায় আছ কত দুরেহৃদয় অন্তর অচিন পুরে,পড়ে আছে নিথর এক হৃদয়সেউ বুঝি নিতেছে আজি বিদায়।এই যদি হয় তোমার খেলাতবে কেন মনের সাথে মন মিশিয়ে কাটালে সারা বেলা?
এ পথে আসা হয়না অনেকদিন,পরিচিত চায়ের দোকানদার আমাকে দেখেই চা বানাতে শুরু করেছে,বেঞ্চে বসা একজন সরে গিয়ে বসার জায়গা করে দিলো,ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নিতেই পেছন থেকে ভেসে এলো,
আজও নারীরা অসহায়,স্বতীত্ব গেলে নারী মানহীন, পুরুষের বেলা কিছু নয়।ধর্ষিত নারী সমাজ বিতাড়িত, ধর্ষক সমাজপতিকাম তাড়নায় মাতলো পুরুষ, নারীর হলো ক্ষতি।
দুর্গম পথে আলোর দুর্ভিক্ষনিশাচরের রাজত্বআঁধারে যন্তণায় চাইছে বিচারধিক্কার মানবতারে