হলুদ প্রজাপতি

দাম্ভিক (জুলাই ২০১৮)

নাঈম রেজা
  • ২৩৩
সবাই আমাকে যানে বনের হিংশ্র পাখি হিসাবে,
সেদিন নতুন জঙ্গলে দেখা পেলাম
হলুদ বর্ণের কালো নকশা আঁকা ডানা কাটা প্রজাপ্রতি;
আমি তাকে বললাম;
ভয়পেয়ো না; আমি তোমাকে খাবোনা!
সে ভয়ে আতকে উঠলো,
বিশ্বাস করতে পারেনি;
তবু, দুজনের কয়েক দিন কেটে গেলো জঙ্গলে ।

কিছু প্রেম বিনিময়
কিছু দুঃখ কথা
কিছু হাসি ব্যথা
কিছু কল্পকাহিনী
কিছু স্মৃতি;
কিছু রাত্রি যাপন
কিছু ছোট ছোট স্বপন,
তারপর...

হঠাত, প্রজাপ্রতি আমাকে বললো
তুমি আমার পরান পাখিকে কেনো
আমার কাছে আসতে বাধা দিয়োছো?

আমি তাকে বললাম তুমি তো জানো
আমি হালকা হালকা জ্যোতিসী!
তোমার পরান পাখি তোমার শুধু ভোগ করতে চায়;
সে তোমাকে ভালোবাসে না।
সে একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে!
আমি ও সব কিছু বুঝিনা!
আমি ওকে ভালোবাসি ওকে আসতে দাও!

প্রজাপ্রতি একদিন আমাকে বলেছিলো
আমি তোমাকে ভালোবাসি না!
আমি তার সম্পর্কে অনেক কিছু জানি,
সে অনেকের সাথে প্রেম বিনিময় করে
সেটাও জানি!
তার অতিত অনুপের কথাও জানি
তবু আমি তাকে ভালোবাসি।

কিন্তু প্রজাপ্রতি অনুপের পূর্বের স্মৃতির দম্ভ
আমার পূর্বের প্রতিশোধ নেওয়ার জন্যই
কিছু প্রেম বিনিময়
এটাই বুঝি ভালোবাসা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতার জন্য দারুণ চেষ্টা।শুভ কামনা রইল।
মোঃ জামশেদুল আলম ভালোবাসাবাসি নিয়ে ভালো থাকুন।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত কবিতায় দম্ভের প্রকাশ পড়ে ভাল লাগল । অনেক শুভকামনা রইল ।
নাঈম রেজা সবাইকে ধন্যবাদ
মোঃ নুরেআলম সিদ্দিকী কিন্তু প্রজাপ্রতি অনুপের পূর্বের স্মৃতির দম্ভ আমার পূর্বের প্রতিশোধ নেওয়ার জন্যই কিছু প্রেম বিনিময় এটাই বুঝি ভালোবাসা । ভালো লাগলো কবিতা। আরও ভালো করতে হবে। আর ভালো করতে হলে অবশ্যয় বেশি কবিতা পড়তে হবে। এমন প্রত্যাশায় শুভকামনা রইল।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর কবিতা। আমার পাতায় আমন্ত্রণ
ওয়াহিদ মামুন লাভলু যার প্রতি একবার ভালোবাসা জন্মায় সে অনেকের সঙ্গে প্রেম বিনিময় করলেও কিংবা তার অতীতের কথা জানতে পারলেও অনেক সময় ভালোবাসা থেকে যায়। অনেক ভাল লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

দম্ভ, রাগ, ক্ষোভ, হিংসা, প্রতিশোধ এধরেণের বিষয় মানুষকে পতনের দিকে নিয়ে যায়, অনুপের প্রেমের দম্ভ ধরে ঈগলের সাথে যে প্রেম বিনিময়, তা শুধু প্রতিশোধের নেশা। লুকোচুরি এই দম্ভ এখানে ফুটানোর সামাস্য প্রয়স।

০২ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪