পথের ভিখিরি সে মনে ব্যাথা নিয়ে ধীর পায়ে চলে যায় মিষ্টি হাসি দিয়ে।
ওহে ম্যাডাম ! দুটো টাকা দিবেন ? এক প্লেট ভাত খাবো , কি বেটা বেক্কল -নেই কোনো আক্কল ! দুটাকায় হয়কি ভাত প্লেট এক। যত্ত সব বদমাশ ,খেয়ে কোনো কাজ নেই !! দূর হ নইলে পায়ের জুতা পড়িবে তোর গালে
আবারও সে মৃদু হেসে চলে অন্য দ্বারে। !! ও সার ! দেন না দুটা টাকা ! কেন হে ভিখিরি সামান্য দুটাকাতে করিবে কি শুনি ? স্যার ছেলেটা স্কুলে পরে কিনে দিবো বই বৌটা না খেয়ে মরে নিয়ে যাব চাল আমি বেটা নাই খাই - ক্ষতি নেই তাতে , মালিককে টাকা কুড়ি দিতে হবে রাতে ,
ভদ্র মশায় এবার একটু কাছে এসে - টাকা কত করেছো রুজি জানতে চায় হেসে ! হয়নি বেশি বাবু চল্লিশের উপরে দুই ওহ ! আচ্ছা ! এই নাও শত টাকা ফিরে দাও হাফ - বাকিটা রেখে দাও
সমাধিরঞ্জন
ভাই জাকির, কোন লেখক/কবি তার সহ-বন্ধুকে কখনো কোন ভাবেই ব্যথা দেয় না। চিঠিটা আরেকবার পড়লেই হয়তো কিছুটা বোধগম্য হবে। শুধু বানান নয়, আরও অসঙ্গতির ব্যাপারে বলার ছিল। পত্র দীর্ঘ হতো বলে দাড়ি টেনেছিলাম। কবিতার বিষয়বস্তু ভালো। নির্দলিয় হয়ে স্বীকার করতেই হবে, ছন্দের অভাব। যেমন আস্ত আর ব্যাস্ত কী করে মেলে? কিনে দিবো, মিশে খাবো (দিবো এবং খাবো) ইত্যাদি। কবিতা অমিত্রাক্ষর হলেই ছন্দ থাকবে না? আর, এক পলের জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে না আমার কাছে এক বছরের আয়ু চাওয়া হয়েছে! এটা তো অনস্ব্বীকার্য প্রত্যেক লেখক/কবির নিজস্ব ধারা আছে, নইলে ভিড়ে জায়গা করা মুশকিল। এই সাইটে যাঁরা লেখা দেন তাঁরা কি কেউ প্রাইজের লোভে দেন? আর কোথাও কি হয়? আমার জানা নেই। যদি কারো নাম জানা যায়, জানালে খুশি হব। লেখার সঙ্গে বয়সের আপেক্ষিকতা আছে? জানা নেই। আমার শুধু আফসোস হয় এ জীবনে কতো কিছু জানা হল না। চুল দাড়ি রাঙিয়েও কিছু হল না। সবাই যদি সমালোচনাকে আঘাত হিসেবে নিত, মানুষ এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেরকম হয়নি। আর একটা কথা, অন্ধ আমাকে চোখ খুলে সৃষ্টিকর্তার অভ্যন্তরে প্রবেশ করার উপদেশ দেওয়া হয়েছে। তা সম্ভব নয়, কেননা আমি জাত ধর্ম বর্ণ বা কোন রকম অজ্ঞাত অলৌকিক শক্তিতে বিশ্বাসী নই। সব কিছুই বৈজ্ঞানিক নিয়মে চালিত। নমস্কার।
সমাধিরঞ্জন
অত্যন্ত দুঃখিত, ভাই মোঃ জাকির, তোমায় খুশি করতে পারলাম না। আমার কড়া সমালোচনার জন্যে হয়তো ভালো লাগবে না। যাঁরা তোমার প্রশংসা করেছেন, আর একবার কবিতাটি (এ কী কবিতা?) পড়ুন। এতো বানান ভুল। তার ওপরে সাধু চলতি ভাষার মিশ্রণ। একই শব্দ দুই জায়গায় দুরকমের বানান। উদাহরণ দিচ্ছি, কোথাও দুটো কোথাও দুটা, স্কুলে পরে (না পড়ে), কোর্ট (কোট পরা), ব্যাস্ত (হবে ব্যস্ত), কখনো সার বা কখনো স্যার (হবে স্যর), কোন ম্যডাম জুতা (জুতো) বলে। এরকম অজস্র ভুল ভুল আর ভুল। ছবি দেখে মনে হয় সবে পরিণত। তবুও অনেকটা পথ যেতে হবে। কবির পড়াশুনো দরকার। বছর খানেক লেখা লেখি থেকে বিরত থাকলে ভালো হয়। নইলে আমি উপদেশ দেবার কে?
ধন্যবাদ জবাব, আমি আপনার মন্তব্যে খুবই খুশি হয়েছি, আমি গুগল ট্রান্সলেট থেকে লিখি তাই বানান গুলো কখনো ওই ভাবে দেখা হয়নি কিন্তু আমি একটা বিষয়ে ব্যাথিত হয়েছি সেটা হলো আপনি সমালোচনা করেন সেটা কাউকে অনুপ্রাণিত করতে যেন সাহায্য করে কিন্তু সেই সমালোচনার একটা সীমানা থাকে,পরবর্তীতে চেষ্টা করবো শুধরিয়ে লেখার জন্য ,আর আপনি যে সাজেশন দিয়েছেন সেটার জন্য সত্যি বলছি আমি খুবই অনুপ্রাণিত হয়েছি তবে আপনি যে বলেছেন এক বছর বিরত থাকতে সেটা কোন জ্ঞানে বলেছেন আমার জানা নেই ,আমি এখানে গল্পকবিতা লিখি কোনো পুরস্কার পাওয়ার জন্য নয়, আর একবছর পর যে আমি বেঁচে থাকবো সেটার কি আপনি গ্যারান্টি দিতে পারবেন ? আমি জানি আপনি অনেক সিনিয়র পারসন কিন্তু আপনি একবার ভেবে বলুন যে ভুল আপনি ধরেছেন সেগুলো নিতান্তই বানানের কিন্তু একবারও কি আপনার এইটা মনে হয় নি যে কবিতাটির বিষয় বস্তূ নিয়ে ভাবতে , সমালোচনা করা ভালো কিন্তু একটি কথা মনে রাখবেন সমালোচনা যারা করে তারা একসময় সৃষ্টিকর্তারও ভুল ধরে আর আপনি তো শুধু ওই গুলোই দেখলেন একবার চোখ খুলে তার ভিতরে প্রবেশের চেষ্টা করুন , আশা করি আমি কি বলেছি বুঝতে পেরেছেন , লেখক হতে কোনো বয়সের দরকার নেই ,মুখে শুধু গোফ গজালে আর কালো চুল সাদা হলেই হয় না ,
পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক যা লিখে গিয়েছেন সেটা তাদের মতো করে কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো ,গল্প কবিতা যাইহোক না কেন এখানে সাধু চলিত ভাষার মিশ্রণ কিংবা শব্দের মিশ্রণ এগুলো নিতান্তই একটা মামুলি বিষয় ,আমি আমার মতো করে লিখি আমি আমার মতো করে ভাবি তাতে কে কি বলে কিংবা কে কি ভাবে সেটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই ,
মোহাম্মদ আল মামুন
সত্যি কথা বলতে আপনার এই ভিখিরিকে নিয়ে লেখা কবিতাটা বর্তমান সমাজের বাস্তবতার সাথে মিল আছে তাই এততুটুকুই বলতে পারি ভালো লেগেছে , আশা করি লিখনীর কলম আরো সামনে যাবে ,
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।