অধরা আসবেনা কভু পাশেতৃপ্তি ও প্রত্যয়ে বসবেনা কাছেপ্রাণোচ্ছলতায় ধরবেনা হাতআগের মতো আলতো করে।রাখবেনা চোখে চোখথাকবেনা কোন অভিযোগশুনবেনা আদুরে গলায় ডাককরবোনা আর কখনো রাগ।বেদনার নীল জলে আমিতোমার ছবি শুধু এঁকেছিকঠিন বাস্তবতার যাতাকলেভালবাসা মুক্ত করে দিয়েছি।
কাজী জাহাঙ্গীরসুমন ভাই, আপনার কবিতা পড়ে মনে হল এখানে ‘অধরা’ কবিতার নায়িকা যাকে উদ্দেশ্য করে কতাগুলো বলছেন। কিন্তু আমাদের বিষয় ছিল অধরা মানে নাগালের বাইরে বা যাকে এখনো ধরা গেল না। পাঠক হিসাবে আমার বিশ্লেষন এরকমই, আর গভীরতাও কিন্তু কম, আরো একটু কাব্যিকতা মিশাতে হবে ভাই। ... আরও দেখুনসুমন ভাই, আপনার কবিতা পড়ে মনে হল এখানে ‘অধরা’ কবিতার নায়িকা যাকে উদ্দেশ্য করে কতাগুলো বলছেন। কিন্তু আমাদের বিষয় ছিল অধরা মানে নাগালের বাইরে বা যাকে এখনো ধরা গেল না। পাঠক হিসাবে আমার বিশ্লেষন এরকমই, আর গভীরতাও কিন্তু কম, আরো একটু কাব্যিকতা মিশাতে হবে ভাই। নতুন বছরের শুভেচ্ছা, আর শুভ কামনা।
মন্তব্য করুন