নিজের ভেতরে নিজেকে
এখনও ঠিকঠাক গড়ে তুলতে পারি নি ,
যেটুকু যতটুকু আমি দাঁড়িয়ে
মনে হয় কোথাও যেন খামতি থেকে গেছে
তাই বারবার আরবার বিশ্লেষণ মূল্যায়ন এবং পুনর্নিমাণ
চলতে থাকে চলতেই আছে ;
কিছুতেই এই আমি সম্পুর্ন আমি ,
তোমার কাছে জীবন হতে পারছি না ।
-০-০-০-
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।