দূর নিত্য বাঁধা পড়ছে কাছে
কাছে যা আছে
কাছে যা ছিলো
দূরে সরছে দূরত্বের দূরে।
না পাওয়াটা অম্লান আছে
পাওয়ায় মলিনতা
ছিলো না যা, হবে না যা
নিয়ত তায় আছে সখ্যতা।
কাছের যে জন সরছে দূরে
কতটা দূরে গেলে
নিত্য বাঁধা পড়বে আবার কাছে?
৯/৮/২০১৩, ঢাকা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।