এই কথাটা রাইখো স্মরণ
মনের যদি পোষ্টমর্টেম হয়
তোমার হবে যাবজ্জীবন।
অবহেলার অপঘাতে
এখনো মনের মৃত্যু হয়নি
কষ্ট-ক্যান্সার প্রথম ধাপে
এখনো যদি সময় মেপে
হাত ধরে যাও সকাল রাতে
দিব্যি করে বলতে পারি
সারবে অসুখ এই কেমুতে।
বিজ্ঞান কিন্তু নেই বসে
গড়বে যন্ত্র অংক কষে
এখনো কিন্তু সময় আছে
কাছের মানুষ রাখো কাছে।
১৩/৯/১২, ঢাকা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।