এক বিকেলি কবিতা

নৈশতরী
২২ নভেম্বর,২০১২

টনমনে কড়া রোদ, গুমোট-ভাঙ্গা বাতাস,
আমি ঝি-ম ধরে বসে আছি;
একটা বুড় জট-পাকানো বটগাছের পায়ের কাছে ।
আমার পাশেই পড়ে আছে দামি সিগারেটের খালি ঠোস,
কয়েকটা শুকনো পাতার জড় করা স্তূপ ।
আর সামনের জনশূন্য রেল-স্লিপারে চিকচিকে সাদা দাগ-
সূর্যের আলো পড়ে থেমে-থেম চুপ করে হেঁসে উঠছে ।

তাহলে এখানেও পাতা কুড়ানিরা আসে…
আমি চমকে উঠলাম !
পাতাদের পুড়ে মরা ভবিষ্যৎ চিন্তা করে
মেলাতে চাইলাম জ্বলন্ত সূর্যের সাথে,
আমার সাথে । নাহ্‌ হচ্ছে না,
পুড়ে যাওয়া, পুড়ে মরা, দু’জনের অনেক পার্থক্য;
বারবার আলাদা হয়ে দুই দিক চলে যাচ্ছে দু’জন ।

এরপর তুমি এলে !
আমার ঘুমেথাকা স্মৃতিদের মুখে জলের ছিটা দিয়ে
পাঁজর ভাঙ্গা ব্যথা গুলকে শক্তি দিতে !
আমি অস্থির হয়ে এক কাল-পুরুষের কল্পনা কথা
নিজের মতো করে বললাম- আহ্‌ তুমি ! তুমি আবার এসেছ? 
এই নাও আঁধারের কালো-শরীর চোখের জল, এবার চলে যাও ।
তুমি তবুও ঠাই দাঁড়িয়েই রইলে……!

অনেকদূরের ভেসে আসা গাড়ীর হর্ন
গলা চেঁচিয়ে বলে যাচ্ছে- চল্‌ রে পথকবি উঠে চল্‌ !
আমি হেটে-হুটে চলে যাচ্ছি, সূর্যটাও নিভে আসছে,
সন্ধ্যা ব্যস্ত হয়ে রাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে,
তুমিও চলে গেছো অনেকক্ষণ !
আজ এই সন্ধ্যার সাথে চলে যাবো আমিও,
পড়ে থাক বটগাছ, পাতার স্তূপ, দামি সিগারেটের খালি ঠোস ।

_____নৈশতরী, রাজশাহী থেকে ।
16-11-2012 রাত দুইটা ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহ আকরাম রিয়াদ তুমিও চলে গেছো অনেকক্ষণ ! আজ এই সন্ধ্যার সাথে চলে যাবো আমিও, পড়ে থাক বটগাছ, পাতার স্তূপ, দামি সিগারেটের খালি ঠোস ।....খুব সুন্দর লিখেছেন।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

নভেম্বর ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i