মনের ভেতরে এসে, যখন উড় বার্তা ফিরে যায়,
তখন পড়ে থাকে কিছু মুখস্থ কথা-
হিব্রু, আরাবিয়ান, আর চলমান সময়ের-
লাল বাবু, ক্রুসিয়ান, সুরাইয়াদের হাড়ী ভাঙ্গা দর্শন।
আমি কে? কোথায় যাবো? কেন এসেছি এখানে?
এসবের উত্তর হাতের তালু বন্ধ করে কেউ রেখেছে?
যার কাছে একটু আশ্রয়ী হবো !
যাকে বলব আমার দ্বিধা-ভঁয়ে কাঁপতে থাকা নড়বড়ে ভবিষ্যৎ !
কেউ যুক্তির শেষে দ্যাখায়- ‘ঐ দ্যাখো ধর্মশালা’
আমি সেখানেই ছুটে যায়। তারপর
দুপুর গড়িয়ে এখন নাকী সব ভুল হয়েছে ।
বেলাও চলে যায় ভুলের ঘাই গুঁত খেয়ে যায় যত্রতত্র ।
পেছনে পড়ে থাকে একগাদা ভুলের ঢেড়ি
এভাবেই একদিন নিরুদ্দেশে সবাই চলে যায় ।
কত অপেক্ষায় থেকেছি কেউ ফিরে আসেনি!
যার কাছে শুনবো কোথায় গিয়েছিলে? কি দেখলে সেখানে ?
_ নৈশতরী, রাজশাহী থেকে ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।