দ্বিধা

নৈশতরী
২১ নভেম্বর,২০১২


মনের ভেতরে এসে, যখন উড় বার্তা ফিরে যায়,
তখন পড়ে থাকে কিছু মুখস্থ কথা-
হিব্রু, আরাবিয়ান, আর চলমান সময়ের-
লাল বাবু, ক্রুসিয়ান, সুরাইয়াদের হাড়ী ভাঙ্গা দর্শন।

আমি কে? কোথায় যাবো? কেন এসেছি এখানে?
এসবের উত্তর হাতের তালু বন্ধ করে কেউ রেখেছে?
যার কাছে একটু আশ্রয়ী হবো !
যাকে বলব আমার দ্বিধা-ভঁয়ে কাঁপতে থাকা নড়বড়ে ভবিষ্যৎ !

কেউ যুক্তির শেষে দ্যাখায়- ‘ঐ দ্যাখো ধর্মশালা’
আমি সেখানেই ছুটে যায়। তারপর
দুপুর গড়িয়ে এখন নাকী সব ভুল হয়েছে ।
বেলাও চলে যায় ভুলের ঘাই গুঁত খেয়ে যায় যত্রতত্র ।

পেছনে পড়ে থাকে একগাদা ভুলের ঢেড়ি
এভাবেই একদিন নিরুদ্দেশে সবাই চলে যায় ।
কত অপেক্ষায় থেকেছি কেউ ফিরে আসেনি!
যার কাছে শুনবো কোথায় গিয়েছিলে? কি দেখলে সেখানে ?

_ নৈশতরী, রাজশাহী থেকে ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna আচ্ছা! আমার মনে হয়েছিল এটা কোন আঞ্চলিক শব্দ। ঢোল হলে শব্দটা সম্ভবত ঢেরা পেটানোর ঢেরা থেকে এসেছে। যাই হোক ভুল শুদ্ধের ব্যাপার ঠিক না। তবে স্তুপ অর্থে ঢেরির ব্যবহারটা আমার কাছে পারফেক্ট মনে হয়নি। আমার কানে শুনতেও ভাল লাগেনি। সেটা একান্তই আমার মতামত। কবির তাতে দ্বিমত থাকতে পারে। তবে বাকি সব খুবই ভাল লেগেছে- আগেই বলেছি।
নৈশতরী ব্যপার না দাদা ;) আপনি নির্দ্বিধায় যা ইচ্ছা বলে ফেলেন, আমি একটুও দ্বিধান্বিত হবো না । কারণ আমি কথার ভেতরের বিষয় গুলো বুঝে সিদ্ধান্ত নেই । আর আপনার কথার মধ্যে আমার কোন অকল্যাণ আমি কখনই দেখি নি । আপনি ইচ্ছে মতই বলবেন ।
Lutful Bari Panna নিদারুণ রকম চমৎকার লাগল লেখাটা। পেছনে পড়ে থাকে একগাদা ভুলের ঢেড়ি"- এখানে ঢেড়ি শব্দের মানে কি?
নৈশতরী ভুলের-ঢেড়ি... ঢেড়ি একটা বহুরূপী শব্দ দাদা, কোন জায়গায়- ঢোল, কোন জায়গায় অলংকার-বিশেষ । তবে আমি বঝাতে চেয়েছি ভুলের স্তূপ । ভুল হলে বলবেন, সীমাহীন ধন্যবাদ পান্না ভাই ।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মে ২০২৫ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i