কবিতা, তোমার ঝরনা বুকে এখনও কেন পাথরের স্তূপ ?
জলের কল্লোল যদি মিছে হয়, তবু রুপালি জোসনায় ভিজুক তোমার মন !
তোমার অধরা স্বপ্নেরা
বুকের গভীরে বোনা মাকড়সার জাল
নিশুতি রাতে যক্ষ প্রিয়ার আহবান
এ সব কিছুতেই বিরহী আত্মার সুখের সন্ধান !
ভয় কি তোমার ? আমার অগণিত মুক্তিসেনা
আমার সবুজ চাদর
আমার রোদেলা শিশির
আমার সুধা মাখা মাটি
আর একটি উন্মুক্ত আকাশ
তোমার পথের পানে নির্নিমেষ চেয়ে আছে !
এখনও বেঁচে আছে ইতিহাস
এখনও হুঁশিয়ার কালের কলম
এখনও আমি অপেক্ষায় আছি
জমে উঠুক পানশালার মুদ্রিত আসর
মেতে উঠুক আমাদের মিলন বাসর !!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।