দমকা হাওয়া মনের ভিতরে বাহিরে
 এলোমেলো উড়ে বুকের মিহি কুন্তল
 ফুসফুসের উঠা নামা আচমকা বাড়ে - কমে
 স্নায়ু গুলো ভয়েই জড়সড় ।
 
 আনমনে হেঁটে চলি, পথের ধুলি মাখি সারা গায়
 পায়ের তলায় পিষ্ট ঘাসেরা মুখ ভেংচায়
 যাযাবর মন বুঝে না সময়ের হিসাব
 করতল চুলকায় কোন এক অজানা শঙকায় ।
 
 বিশ্বাসের ভিতে জন্ম নেয় একটি পাতা দুটি কুঁড়ি
 বনসাই জীবন যখন যেমন
 ধ্রুবতারা দেয় হাতছানি !
 
                                     
                                     
                                     
                                    এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।
 
                 
                 
                