এই যে আমাদের কত কথা
কত তুচ্ছ আবেগ জমিয়ে রাখা মেঘে মেঘে
আমরাও খেলি আলো কি অন্ধকারে-
তবু দেখতে পাচ্ছো কি? কে কোন খোয়াড়ের!
এই তো চোখের ভেতর কষ্টে থাকলে
বুকের ভেতর সুখে থাকলে
রাস্তা পারে হাতে থাকলে
কবিতার উপমায়ও
খানিকটা অভিসারে সমর্থনও আলগা ভাবে-
তবু কি দেখতে পেলে?
এই পুলক মনের কি হলো কোথায়, হৃদয়পুরে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন