একপেশে

পন্ডিত মাহী
২৬ জুলাই,২০১২
  • -
  • 344

তারপর থেমে গেলো- সারাটি পথ,

তোর নানা রঙ্গের একপেশে অভিমানও,

থেমে গেলো খুব নিঃশব্দ গোপন আলাপ

তোর ঘুম ভাঙ্গানো সুর না বাজতেই।

 

তারপর কতবার ফাল্গুন চলে গেছে

নিউমার্কেট হয়ে বইমেলা;

আমার আর কোন কবিতা আসেনি মলাটে।

কতবার গুলিয়ে শুকিয়ে যাওয়া

চাঁদ আর জোছনার গোলমালে মেখেছি কাঁচা আলো,

বুকের ভেতর ভেবে ভেবে কত কতবার

খোলামেলা খুনসুটির ঝমঝম ঝমঝম শব্দ করেছি রোজ;

তবু তোর উত্তর আসেনি কোন বিকেলের ডাকে।

 

ধীরে ধীরে আরেকটা দিন চলে যাচ্ছে, তারপর আরেকটা।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের অসম্ভব সুন্দর একটা কবিতা মাহী। মুগ্ধ হলাম পড়ে।
পন্ডিত মাহী মামা কি যে লিখি তাই তো জানি না। তবু যখন বলেন 'মুগ্ধ", শুনতে ভালো লাগে। তবে এই কথাটা আমি অর্জন করে নিতে চাই, আমার করে নিতে চাই। জানি সে পথ অনেক কষ্টের।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "হতাশা”
কবিতার বিষয় "হতাশা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২৫

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

জুলাই ২০২৫ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i