কে জানে! কি জানে!
আমি তো ডেকে এনে বলিনি কিছু কোনদিন কাউকে
আমার কেউ ছিলো না, কিছু ছিল না, না
তুমিও না।
আমি তোমার পড়ে থাকা মৃতদেহের পাশ দিয়ে
অকারণেই হেটেছি একোণা ওকোণা ঘুরে ঘুরে,
রাঙ্গা পথের ধুলোয় ডান থেকে বামে-
বাম থেকে ডানে যাতায়াত করি কিছু না ভেবেই।
তুমি ভেবেছিলে আবার আসব আমি?
হাহ!! এ তোমার মায়া কান্না ভুলাতে আমায়
আমি অবাক হই এই নাকি তুমি, হাস্যকর…
শূনি, তুমি নাকি হাজারো কল্পনাতে থাকো,
প্রতিদিন আকোঁ কত কত ছবি আমায় নিয়ে
আমায় নিয়ে হৃদয়ের সাগরে হাড়াও- ডুব দাও,
আমায় দেখলে তোমার দু’চোখ জুড়িয়ে যায়,
তুমি আকুল হয়ে থাকো।
বলি কি, এসব ন্যাকামি ছাড়ো!
তুমি কি ভেবেছো?
আমি তোমায় নিয়ে পড়ে থাকি, কিছু বুঝি না...
আমার কি দুনিয়াতে আর কাজ নেই!
কেউ জানে কি! জানি না-
জানুক বা না জানুক
আমার তাতে কিচ্ছু আসে যায় না
আমি তো ডেকে এনে বলতে যাইনি কিছুই
আমি তো তোমাকে দেখাতে চাইনি কিছুই, কোনদিন।।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।