317672_434569023244826_200314930_n

(১ )

চোখের তারায় চাঁদের জসনা

ফোঁটায় ফোঁটায় ঝরে!

তোমায় মনে পড়ে প্রভু

তোমায় মনে…পড়ে !

(২)

মিলবো কখন তাঁর শনে (নামায )

বলনা আমায় সই !

শুনবো কখন মধুর ডাক (আযান )

কান পেতে রই !

(৩)

সুখের মাঝেও ব্যথায় কাঁতর

সারাক্ষণই থাকি!

নামটি তাঁহার হৃদয় মাঝে

বারে বারে আঁকি!

(৪)

আমার প্রভুর অসীম কৃপা

একটু যদি পাই!

এই পৃথিবীর সবচেয়ে সুখী হব

কিছুই চাওয়ার নাই!

(৫)

দিনে রাতে অবুঝ এই মন

তাঁর কথাই বলে!

সকাল দুপুর তাঁর ভাবনায়

জীবন তরী চলে!