আমি ..তুমি

তানি হক
১৩ সেপ্টেম্বর,২০১২

আমার জন্য তোমার সৃষ্টি ওই সুবিশাল আকাশ ;

হৃদয় যেন থাকে বেঁচে তার তরে শীতল বাতাস।

ঠোঁটের জন্য হরেক প্রাপ্তির উল্লাসিত রঙিন সুখ ;

নিটোল মায়ার ফ্রেমে এঁকে দিলে বাবা মায়ের মুখ।

 

আঁখি জুড়ে ছড়িয়ে দিলে রঙ বে রঙের সুরভিত    

হাজারো কোমল ফুল-

পাহাড় কোলে ঝর্ণা ধারা,সোনালী ধানের শীষের নাড়া,

ছোট্ট ঢেউয়ের নদীর কূল-

 

সকাল বেলায় রবির হাসি,চাঁদের জোছনা রাতের জন্য;

ক্ষুদ্র আমি,তোমার অসীম নেয়ামত,করলে জীবন ধন্য।

ভালোবাসার মেঘ দিয়ে তুমি দিলে আমায়  ছায়া;

এই পৃথিবীর সব চেয়ে আপন হয়ে, করলে ভীষণ মায়া।

 

অথচ তোমার উত্তোলিত সাগর জলের ফেনায়  

আমি ছিন্ন খড় কুটোর মত-

সীমাহীন ওই মহা ছায়াপথের সামনে দাড়িয়ে কত নগণ্য!

তাই তোমার প্রতি মাথা নত- 

একটি ছোট বালুকণা আমি তোমার মরুভূমির

বিশালতার কাছে!

সূ-উচ্চ হিমালয়ের এককণা বরফ কুচির তুলনা

হয়ত আমার সাজে!  

 

তবুও...তোমার সকল করুণা দান করলে আমার জীবন তরে;

অপার ভালোবাসায় সিক্ত করে,রাখলে তোমার হৃদয় ঘরে।

বিনিময় চাইলে তুমি...আমার মনে তোমার প্রেমের আলো;      

চলার পথটা সরল থাকুক ...অন্ধকারে না হয় যেন কালো।

চাইলে তুমি সুখে দুঃখে আমি শুধু তোমার নামটি ধরে ডাকি;

রাসূলের বানী জীবন জুড়ে আপন করে, যত্ন করে তুলে রাখি।

 

তোমার এত ভালোবাসা পেয়ে আমি তোমায়

কি ভাবে ভুলে রই!

আমি নিজের সুখের ভেলায় ভেসে,তোমায় ভুলে

কি ভাবে বেহুশ হই!

না’ না’ প্রভু আমি এমন স্বার্থপর অকৃতজ্ঞ

আত্মভোলা মানুষ নই ...।

 

তাইতো তোমার হক পালনে আমি নই অলস কুড়ে,

আযান হলে নামায পরি আগে হাতের কাজটি ছুড়ে।

টাকার উপর টাকা রেখে, ব্যাংক শুধু না ভরে,

জীবনটাকে সুদ্ধ করেছি,তোমার হজ ওমরাহ্‌ করে।

 

হালাল রুযীর যাকাত দিয়ে,সহজ করেছি

দুস্থ অসহায়ের পথ,

তোমার ‘না’কে‘না’বলেছি তোমার‘হা’কে ‘হা’বলেছি,

তোমার মতেই মত।

 

রোযা রেখেছি ঠিক ঠাক,ঈমান করেছি অটুট শক্ত,

তুমি আমার মালিক তাইতো আমি শুধু তোমারই ভক্ত।

মনের মাঝে সকাল সাঁঝে তোমার ভালোবাসার ছবি;

আমার সকল কাব্যে তুমি,আমি তোমার প্রেমের কবি।

 

 

 

 

 

 

 

 

 

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # আবেগী ভাবটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কবিতায় । ধর্মীয় চেতনার সুন্দর প্রকাশ । তোকে আরো বেশী করে কুরানের অনুবাদ পড়া দরকার আর চিন্তা করা দরকার । আমাদের দেশে কিন্তু ধর্মীয় গলদটা মারাত্মক । এই গলদের গোলকধাঁধা কাটিয়ে উঠার জন্য সাধনা দরকার । = তোকে ধন্যবাদ ।।
তানি হক অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাইয়া ..ছোট বোনকে এই প্রথমবার (তুই ) বলে ডাকলেন বলে ..ভাইয়া আমার লিখার প্রতি আপনার ভালবাসা আমায় সব সময় অনুপ্রানিত করে ..আপনার উপদেশ আমার সবসময় মনে থাকবে ..খুব খুব ভালো থাকেন ভাইয়া ..
ভালো লাগেনি ৩০ জানুয়ারী, ২০১৩
প্রিয়ম অনেক অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন , ভালো লাগলো |
তানি হক ধন্যবাদ প্রিয়ম ভাই ..আমার ব্লগে আপনাকে পেয়ে অনেক অনেক খুসি হলাম
ভালো লাগেনি ২৭ সেপ্টেম্বর, ২০১২
জাফর পাঠাণ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার উপচিয়ে পরা নিটল টলমল ঝর্নাধারা ।যা তৃপ্তিতে দেহের প্রতিটি অনুকণা ছুয়ে ও আলোড়িত করে যায় ।মোবারকবাদ ও শুকরিয়া আপনাকে অশেষ ।
তানি হক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ...আপনার মন্ত্বব্যে অনুপ্রানিত হলাম ..
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১২
জসীম উদ্দীন মুহম্মদ মনের মাঝে সকাল সাঁঝে তোমার ভালোবাসার ছবি; আমার সকল কাব্যে তুমি,আমি তোমার প্রেমের কবি। ----- ---- আপু দোয়া চাই , আমিও যেন তোমার মত হতে পারি !
তানি হক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ...আমার জন্য ও দোয়া রাখবেন ..
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১২
মোঃ আক্তারুজ্জামান তোমার সৃষ্টি দেখে মুগ্ধ হই| অনেক অনেক শুভ কামনা জেনো|
তানি হক ভাইয়া ...আমার কবিতার প্রতি আপনাদের এই ভালবাসা টুকু যদি না থাকত তবে হয়ত অনেক আগে আমি গল্পকবিতা হতে বিদায় নিতাম ..জানিনা ..আমার কবিতার ভালো মন্দের মুল্য কতটুকু ..তবে আমার কবিতার প্রতি আপনাদের সাপোর্ট আর ভালবাসার মুল্য ..আমার কাছে ..আমার জীবনের মতই প্রিয় ....আপনাকে অনেক অনেক ধন্যবাদ ..আর সালাম ..আপনাদের সবার প্রতি আমার অন্তরের অন্তর স্থল থেকে দোয়া..
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১২
খন্দকার নাহিদ হোসেন আবেগি কবিতা সবসময়ই ভালো লাগে...। তো এটাও লাগলো। আর অন্ত্যমিলে আর একটু চমক হলে কেমন হয়?আকাশ-বাতাস... মুখ-সুখ... এ কিন্তু বড্ড কমন...।
তানি হক অনেক অনেক ধন্যবাদ নাহিদ ভাই ... হা অবস্যই ..ঠিক এমন ভাবে আমি কখনই ভাবি নি ...আগামীতে সতর্ক থাকব ..আবার ও ধন্যবাদ ..খুব খুব ভালো থাকুন
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১২
জাকিয়া জেসমিন যূথী চমৎকার কবিতা, তানি ! বিষন্ন সুমন ভাইয়া ঠিকই বলেছে, এটা পাঠ্যবইতে স্থান পাবার যোগ্যতা রাখে।
তানি হক ধন্যবাদ বন্ধু :)
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১২
বিষণ্ন সুমন এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বাণী.......মরমী শিল্পী আব্দুল আলিমের এই গানটি মনে পড়ে গেল তোমার কবিতা পড়ে । আমি জানিনা কার কি মত, তবে এই কবিতাটি কিন্তু পাঠ্যবই এ জায়গা করে নেবার যোগ্যতা রাখে । কারণ স্রষ্টা প্রেমের এক অনন্য ছোয়া জুড়ে আছে কবিতাটির পুরো শরীর জুড়ে, যা সত্যি শিক্ষামূলক । অনেক ধন্যবাদ তানি -শুভকামনা অনন্ত ।
তানি হক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া... দোয়া করবেন..
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১২
সালেহ মাহমুদ এক কথায় বেশ সুন্দর হামদে বারী তা'লা। খুব ভালো লাগলো। ধন্যবাদ তানি হক।
তানি হক ধন্যবাদ সালেহ ভাই ..খুব খুব ভালো থাকুন ..
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১২
মিলন বনিক সত্যিই তানি...আপনার অধ্যাত্থিক চেতনা সমৃদ্ধ লেখাগুলো মনকে ভীষণ নাড়া দেয়...আপনার লেখা বলে দেয় আপনি স্রষ্টার উপর কতটা বিশ্বাসী...খুব ভালো লাগলো...আরো বেশি বেশি শ্রীবৃদ্ধি ঘঠুক....শুভ কামনা...
তানি হক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া .. আপনার মন্তব্যে আপ্প্লুত হলাম .. খুব খুব ভালো থাকুন ..
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১২

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

অক্টোবর ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i