তবু মিটলো না আমার ভালোবাসার সাধ !
কত অমাবস্যা, পূর্ণিমা এল গেল
জোনাকির গান হারিয়ে গেল নিশুতি রাতে,
তবু জোস্নার আলোর মত দ্গদগে ঘা হয়ে-
রাত্রি শেষের শুকতারার মত প্রতিক্ষায় থেকে-
প্রতিক্ষায় থেকে থেকে
সন্ধ্যা-মালতি এ ভালোবাসা
শিশিরের জলে লুকায় চোখের জল।
তবু এ ভালোবাসার সাধ.........
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।