ছিন্ন ব্যথা মালা!
ছিন্ন ব্যথার মালা সাজাই
শিশিরের কষ্ট বুকে নিয়ে-
ঝরে গেছে যে শিঊলি-
তার নির্বাক ভালোবাসায় করি সমর্পণ।
ঝরে যাওয়া পাতার বুকে যে ভালোবাসা
কে তারে দেখে হায়!
নিঃসীম অন্ধকারে কত হৃদ পত্র -
প্রতিদিন ঝরে যায়।
তবু আমি চেয়েছিলাম,এই নক্ষত্রের রাতে
ঝরে পড়ে রব ঘাসের বুকে-
হেমন্তের শিশির মেখে,
কোন দিন সে হেঁটে যাবে পাড়িয়ে আমায়।
বুকের ছিন্ন ব্যথার মালা শিশির হয়ে
জড়াবে তাহার পায়।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।