খোদা! কিয়া কারিগর তুম হো!
বানায়া চিজ এক জীবন।
পলক অপেক্ষা,নাহি কাটে হায়!
সারাটি জীবন তবু ক্ষুদ্র মনে হয়?
এক মন,দুই চক্ষু-তবু
তাহারই তৃষ্ণা মেটানো দায়
জলধারী কত যমুনা-কাবেরী মরে তৃষ্ণায়
জলহীনা নয়ন এত জল কোথায় পায়!
জল জোস্নায় যে জীবন ভাসে
তাহারে কোথায় পাই ?
অসীম আকাশে অগণিত নক্ষত্র
জীবনই শুধু একাকি শুকতারা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।