দাদুর ঘাড়ে
দেখছি আমি নানুর বাড়ি
 দাদুর ঘাড়ে চড়ে,
 কে কে তোরা দেখবি এখন
 আয়রে ছুটে আয়রে।
 
 দাদুর ঘাড়ে উঠতে মজা
 আহা কি যে দারণ,
 যে উঠেনি তাহার কষ্ট
 আহা কি যে করুণ।
 
 এখন আমি অনেক ছোট
 যাই না কোথাও ভয়ে,
 চোখের আড়াল হলে পরে
 মা কেঁদে মরে।
 
 দাদুর সাথে খেলা করি
 খেলার মাঠে গিয়ে,
 সন্ধা হলে পড়তে বসি
 হাত মুখ ধুয়ে।
 
 বন জঙ্গল পাহাড় পর্বত
 ঘুরে বেড়াই দাদুর সাথে,
 ক্ষুধায় কোন কষ্ট নাই
 সবুজ ঘাস আছে মাঠে।
 
 আর একটু বড় হলে পরে
 একাই যাব নানুর বাড়ি,
 তখন দেখব ঠেকায় কে
 সবার সাথে দিব আড়ি।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।